Bollywood Gossip: ‘সব একদিন ফুরোবে’, অমিতাভের ব্লগে বিষাদের সুর, কেন ভেঙে পড়লেন বিগ বি?

কিছুই চিরকাল থাকে না। সৌন্দর্য-খ্যাতি, সব একদিন ফুরোবে। নিজের ব্লগে এমনটাই লিখলেন অমিতাভ বচ্চন। আজও তাঁকে দেখলে উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। এ জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন বিগ বি। সঙ্গে বিষাদের সুরে লিখেছেন, “একদিন এসব ম্লান হয়ে যাবে।’’
কিছুই চিরকাল থাকে না। সৌন্দর্য-খ্যাতি, সব একদিন ফুরোবে। নিজের ব্লগে এমনটাই লিখলেন অমিতাভ বচ্চন। আজও তাঁকে দেখলে উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। এ জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন বিগ বি। সঙ্গে বিষাদের সুরে লিখেছেন, “একদিন এসব ম্লান হয়ে যাবে।’’
প্রবীণ অভিনেতার কথায়, “গত রাতের ব্লগে চিন্তার ‘প্রতিফলন’ সম্পর্কে লিখেছিলাম। এই ‘শের’ সবকিছুর সার: আয়নার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, এখন যে মুখটা দেখছি, কয়েক বছর আগেও অন্য কিছু ছিল।’’
প্রবীণ অভিনেতার কথায়, “গত রাতের ব্লগে চিন্তার ‘প্রতিফলন’ সম্পর্কে লিখেছিলাম। এই ‘শের’ সবকিছুর সার: আয়নার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, এখন যে মুখটা দেখছি, কয়েক বছর আগেও অন্য কিছু ছিল।’’
সঙ্গে তিনি যোগ করেছেন, “জিওজে-এর থেকে আরেকটা রবিবাসরীয় কলের অপেক্ষায় আছি। ভাবছি কোন মুখের সঙ্গে তাঁরা যোগাযোগ করবে! সেই মুখের সঙ্গে যে অনেক সময়, ভালবাসা এবং মনোযোগ পেয়েছে না কি এই মুখের সঙ্গে…।’’
সঙ্গে তিনি যোগ করেছেন, “জিওজে-এর থেকে আরেকটা রবিবাসরীয় কলের অপেক্ষায় আছি। ভাবছি কোন মুখের সঙ্গে তাঁরা যোগাযোগ করবে! সেই মুখের সঙ্গে যে অনেক সময়, ভালবাসা এবং মনোযোগ পেয়েছে না কি এই মুখের সঙ্গে…।’’
ব্লগের প্রতিটা শব্দে বিষন্নতার ছোঁয়া। কলমে যেন কালির বদলে বিষাদ ভরেছেন অমিতাভ। তিনি লিখে চলেছেন, “এখনও জানলার নীচ থেকে ভক্তদের উল্লাস ধ্বনি শুনতে পাই। আশা নিয়ে নিজেকে সান্ত্বনা দিই। কিন্তু জীবন এবং এবং এই আকর্ষণ ক্ষণস্থায়ী। জীবন একদিন শুকিয়ে যাবে। সঙ্গে মনোযোগও। মিল শুধু একটাই। একদিন সব ফুরোবে।’’
ব্লগের প্রতিটা শব্দে বিষন্নতার ছোঁয়া। কলমে যেন কালির বদলে বিষাদ ভরেছেন অমিতাভ। তিনি লিখে চলেছেন, “এখনও জানলার নীচ থেকে ভক্তদের উল্লাস ধ্বনি শুনতে পাই। আশা নিয়ে নিজেকে সান্ত্বনা দিই। কিন্তু জীবন এবং এবং এই আকর্ষণ ক্ষণস্থায়ী। জীবন একদিন শুকিয়ে যাবে। সঙ্গে মনোযোগও। মিল শুধু একটাই। একদিন সব ফুরোবে।’’
সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছাও জানিয়েছেন অমিতাভ। সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা করে তিনি লিখেছেন, “গণপতি উৎসব শুরু হয়েছে। তিনি আমাদের শক্তি দিন, সকলকে রক্ষা করুন। এটাই প্রার্থনা। তিনি যেন আমাদের সবাইকে শান্তি ও সিদ্ধির পথে পরিচালিত করেন। জীবনে সুখের প্রাচুর্য নিয়ে আসেন। কারণ সুখ হল অসীম।’’
সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছাও জানিয়েছেন অমিতাভ। সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা করে তিনি লিখেছেন, “গণপতি উৎসব শুরু হয়েছে। তিনি আমাদের শক্তি দিন, সকলকে রক্ষা করুন। এটাই প্রার্থনা। তিনি যেন আমাদের সবাইকে শান্তি ও সিদ্ধির পথে পরিচালিত করেন। জীবনে সুখের প্রাচুর্য নিয়ে আসেন। কারণ সুখ হল অসীম।’’
মুম্বইয়ের গণেশ উৎসবের ছবিও ফুটে উঠেছে তাঁর ব্লগ-লেখনিতে, “অকৃত্রিম উল্লাস। কেউ মণ্ডপে যাচ্ছেন। কেউ ফিরছেন। অগণিত মানুষ। উৎসাহটা সবচেয়ে মূল্যবান। কত মুখের ভিড়। সব বদলে বদলে যাচ্ছে। আমার মুখটাও।’’
মুম্বইয়ের গণেশ উৎসবের ছবিও ফুটে উঠেছে তাঁর ব্লগ-লেখনিতে, “অকৃত্রিম উল্লাস। কেউ মণ্ডপে যাচ্ছেন। কেউ ফিরছেন। অগণিত মানুষ। উৎসাহটা সবচেয়ে মূল্যবান। কত মুখের ভিড়। সব বদলে বদলে যাচ্ছে। আমার মুখটাও।’’
অমিতাভ বচ্চন শুধু একজন অভিনেতা নন। আবেগের আরেক নাম। আশি-নব্বইয়ের দশক থেকে শুরু করে আজও পর্দায় অমলিন তাঁর ম্যাজিক। বলিউডের পরিশ্রমী অভিনেতাদের তালিকা করতে বসলেও বিগ বি-এর নাম আসবে সবার আগে। সম্প্রতি “কৌন বানেগা ক্রোরপতি”-এর নতুন সিজন নিয়ে ছোট পর্দায় ফিরছেন অমিতাভ। সম্প্রতি প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।
অমিতাভ বচ্চন শুধু একজন অভিনেতা নন। আবেগের আরেক নাম। আশি-নব্বইয়ের দশক থেকে শুরু করে আজও পর্দায় অমলিন তাঁর ম্যাজিক। বলিউডের পরিশ্রমী অভিনেতাদের তালিকা করতে বসলেও বিগ বি-এর নাম আসবে সবার আগে। সম্প্রতি “কৌন বানেগা ক্রোরপতি”-এর নতুন সিজন নিয়ে ছোট পর্দায় ফিরছেন অমিতাভ। সম্প্রতি প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।