চিকিৎসক অভীক দে৷

Abhik De: দাদাগিরি শেষ, এসএসকেএম হাসপাতালেই আরও কোণঠাসা বিতর্কিত চিকিৎসক অভীক দে

কলকাতা: আগেই সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর৷ এবার আরজি কর কাণ্ডে নাম উঠে আসা বিতর্কিত চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল এসএসকেএম হাসপাতাল৷

বর্তমানে এসএসকেএম হাসপাতালেই সার্জারি বিভাগের পিজিটি হিসেবে নিযুক্ত ছিলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে৷ তাঁর বিরুদ্ধে সরকারি হাসপাতালে হুমকি, দাদাগিরির মতো গুরুতর অভিযোগ সামনে এসেছিল৷ আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধারের পরেও ভাইরাল হওয়া ভিডিও-তে সেমিনার রুমে ভিড়ের মধ্যে এই অভীক দে-কে দেখা গিয়েছিল বলে অভিযোগ৷

এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, হাসপাতালে আর কোনও কাজ করতে পারবেন না অভীক৷ অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ সহ কোথাও আর ডিউটি করতে পারবেন না তিনি৷ হস্টেলের ঘরেও থাকতে পারবেন না৷

আরও পড়ুন: আলোচনার প্রস্তাব অপমানজনক, রাজ্যের সদিচ্ছা নিয়েই প্রশ্ন চিকিৎসকদের! অপেক্ষা করে ফিরলেন মমতা

সোমবার এসএসকেএম হাসপাতালে কলেজ কাউন্সিলের বৈঠক হয়৷ সেই বৈঠকেই অভীক দে-র বিরুদ্ধে এই সমস্ত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়৷ পাশাপাশি, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই অভীকের দে-র বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপগুলির কথা সার্জারি বিভাগের বিভাগীয় প্রধানকে জানিয়ে দিয়েছেন এসএসকেএম হাসপাতালের ডিন অফ স্টুডেন্টস৷

প্রসঙ্গত, অভীক দে-র পাশাপাশি আর এক বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকেও সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর৷ আইএমএ-র পক্ষ থেকেও এই দুই চিকিৎসককে সাসপেন্ড করা হয়৷ যদিও আরজি কর কাণ্ডের পর থেকেই প্রকাশ্যে দেখা যায়নি অভীক দে-কে৷