আরজি কর কাণ্ডের প্রতিবাদেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন জহর সরকার৷

Jawhar Sircar on Mamata Banerjee: পদত্যাগের আগে শেষ চিঠিতে মমতাকে কী লিখেছিলেন, ফাঁস করলেন জহর সরকার

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে কয়েকদিন আগেই তৃণূমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর সরকার৷ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যভবনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধরনাস্থলে যেতেই এক্স হ্যান্ডেলে তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন তিনি৷ প্রাক্তন তৃণমূল সাংসদ দাবি করেছেন, আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য মুখ্যমন্ত্রীকে লেখা শেষ চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন তিনি৷

এ দিন দুপুরে হঠাৎই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধরনা মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্মবিরতি শেষ করে চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানান তিনি৷ আন্দোলনকারীদের দাবি খতিয়ে দেখার পাশাপাশি কর্মবিরতির জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ না করারও আশ্বাস দেন তিনি৷ অচলাবস্থা কাটাতে এটাই তাঁর শেষ চেষ্টা বলেও জানান মুখ্যমন্ত্রী৷ মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন কাণ্ডে দোষী কেউই ছাড় পাবেন না বলেও ফের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন: ‘কাল সারারাত আমি ঘুমোতে পারিনি! একটু সময় দিন’, শেষ চেষ্টা করে আর্জি মমতার

মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে যাওয়ার পর পরই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সদ্য পদত্যাগী তৃণমূল সাংসদ জহর সরকার৷ মুখ্যমন্ত্রীকে লেখা তাঁর শেষ চিঠির কথা উল্লেখ করে জহর সরকার লেখেন, ‘বাঃ। মুখ্যমন্ত্রীকে লেখা শেষ (৮ সেপ্টেম্বর) চিঠিতে আমি বলেছিলাম: আমি গত একমাস ধৈর্য ধরে আর জি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আপনি কেন সেই পুরানো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না।’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী এলেও এখনই অবস্থান উঠছে না, সাফ জানালেন আন্দোলনরত চিকিৎসকরা, আলোচনায় বসার আহ্বান মুখ্যমন্ত্রীকে

তৃণমূল সূত্রে খবর, পদত্যাগের আগে জহর সরকারকে ফোন করে নিজে বোঝানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী স্বয়ং৷ তার পরেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন প্রাক্তন এই আমলা৷ এ দিন মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে যাওয়ার পরই তাঁর এই পোস্ট তাৎপর্যপূর্ণ৷

এ দিন মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে যাওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন আর এক তৃণমূল সাংসদ দেব৷ মুখ্যমন্ত্রীর প্রশংসা করে এক্স হ্যান্ডেলে তৃণমূলের তারকা সাংসদ লেখেন, ‘দিদি আপনাকে কুর্নিশ জানাই এই উদ্যোগের জন্য। আগেও আপনাকে দেখেছি আপনি কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাঁড়ালেন। আশা করছি শান্তি, ন্যায় আর সম্মান, সব ফিরে আসুক।’