জুনিয়র ডাক্তাররা এদিন অভিযোগ করেন, মুখের উপরে দরজা বন্ধ করে দেওয়া হয়, বলা হয় তিন ঘণ্টা হয়ে গিয়েছে আর সম্ভব নয় বৈঠক, অন্য কোনওদিন দেখা যাবে। প্রতীকী ছবি।

Mamata Banerjee junior doctors Kalighat meeting: বাড়ির দরজায় অপেক্ষায় মমতা, অনড় জুনিয়র চিকিৎসকরাও! শুরু হল না কালীঘাটের বৈঠক

নবান্নের ফিরল কালীঘাটেও৷ নবান্ন সভাঘরের মতোই কালীঘাটেও শেষ মুহুর্তে জটিলতা তৈরি হল জুনিয়র চিকিৎসক এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে৷ জট তৈরি হল সেই সরাসরি সম্প্রচারকে কেন্দ্র করে৷ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছেও বৈঠকে যোগ দিলেন না জুনিয়র চিকিৎসকরা৷ গত বৃহস্পতিবার নবান্নেও একই ছবি দেখা গিয়েছিল৷ সেদিন নবান্ন সভাঘরে অপেক্ষা করতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে৷ আজ ডিজি, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবদের নিয়ে নিজের বাড়ির দরজাতেই জুনিয়র চিকিৎসকদের জন্য অপেক্ষা করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷

শনিবার সন্ধ্যা ৬.৪০ মিনিট নাগাদ কালীঘাটে পৌঁছন জুনিয়র চিকিৎসকরা৷ সন্ধে ৭.১০ নাগাদ বৈঠক শুরু হওয়ার কথা ছিল৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাসভবনের প্রবেশের ঠিক মুখে দাঁড়িয়ে পড়েন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁদের মধ্যে কয়েকজন দাবি করেন, বৈঠকের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করতে হবে৷ যদিও এই দাবি মানেননি কালীঘাটে উপস্থিত রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা৷

তখন জুনিয়র চিকিৎসকরা প্রস্তাব দেন, একান্তই যদি সরাসরি সম্প্রচার না হয় তাহলে ভিডিও রেকর্ডিং করা হোক৷ সেই ভিডিও রেকর্ডিংয়ের কপিও তাঁদের দিতে হবে বলে দাবি করেন জুনিয়র চিকিৎসকরা৷ তাতেও রাজি হয়নি রাজ্য প্রশাসন৷ এর পরেই আটকে যায় বৈঠক৷