Meet The Actor

Bollywood: এই বলি-নায়ক এক মিনিট অভিনয়ের জন্য নেন ৪.৫ কোটি, কার কথা হচ্ছে বলুন তো? শাহরুখ, সলমন নন কিন্তু

এই সুপারস্টার অভিনেতার প্রথম ছবি ব্লকবাস্টার হিট করেছিল, আজ-ও সিনেপ্রেমীদের মুখে-মুখে ঘোরে সেই সিনেমার গল্প, গান। অথচ প্রথম ছবির জন্য নায়ক পেয়েছিলেন মাত্র ৫ হাজার টাকা। আর আজ? নায়ক একমিনিটের জন্য নেন ৪.৫ কোটি। কোন অভিনেতার কথা হচ্ছে বলুন তো?
এই সুপারস্টার অভিনেতার প্রথম ছবি ব্লকবাস্টার হিট করেছিল, আজ-ও সিনেপ্রেমীদের মুখে-মুখে ঘোরে সেই সিনেমার গল্প, গান। অথচ প্রথম ছবির জন্য নায়ক পেয়েছিলেন মাত্র ৫ হাজার টাকা। আর আজ? নায়ক একমিনিটের জন্য নেন ৪.৫ কোটি। কোন অভিনেতার কথা হচ্ছে বলুন তো?
এই অভিনেতার বাবা ছিলেন বলিউডের বিখ্যাত ফাইট-কোরিওগ্রাফার। এই মুহূর্তে ওটিটি-র সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা তিনি। তাঁর স্ত্রী-ও সুপারস্টার। কার কথা হচ্ছে বলুন তো?
এই অভিনেতার বাবা ছিলেন বলিউডের বিখ্যাত ফাইট-কোরিওগ্রাফার। এই মুহূর্তে ওটিটি-র সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা তিনি। তাঁর স্ত্রী-ও সুপারস্টার। কার কথা হচ্ছে বলুন তো?
কথা হচ্ছে অজয় দেবগণের। বাবা ছিলেন বিখ্যাত ফাইট কোরিওগ্রাফার বীরু দেবগণ। 'ফুল অওর কাঁটে' দিয়ে কেরিয়ার শুরু করেন অজয়। প্রথম ছবিই মারকাটারি হিট। আজ-ও মানুষে গুনগুন করে সেই ছবির গান। এই ছবিটির জন্য অজয় দেবগণ পেয়েছিলেন মাত্র ৫ হাজার টাকা।
কথা হচ্ছে অজয় দেবগণের। বাবা ছিলেন বিখ্যাত ফাইট কোরিওগ্রাফার বীরু দেবগণ। ‘ফুল অওর কাঁটে’ দিয়ে কেরিয়ার শুরু করেন অজয়। প্রথম ছবিই মারকাটারি হিট। আজ-ও মানুষে গুনগুন করে সেই ছবির গান। এই ছবিটির জন্য অজয় দেবগণ পেয়েছিলেন মাত্র ৫ হাজার টাকা।
একটার পর একটা হিট ছবি দিয়েছেন অজয়। 'জিগর', 'বিজয়পথ', 'দিলওয়ালে', 'জান', 'দিলজলে', 'ইশক', 'পেয়ার তো হোনা হি থা', 'হাম দিল দে চুকে সনম'... কোনটা ছেড়ে কোনটা ধরবেন?
একটার পর একটা হিট ছবি দিয়েছেন অজয়। ‘জিগর’, ‘বিজয়পথ’, ‘দিলওয়ালে’, ‘জান’, ‘দিলজলে’, ‘ইশক’, ‘পেয়ার তো হোনা হি থা’, ‘হাম দিল দে চুকে সনম’… কোনটা ছেড়ে কোনটা ধরবেন?
সূত্রের খবর, এসএস রাজামৌলির 'আরআরআর'-এ একটি ক্যামিও চরিত্রের জন্য অজয় দেবগণ নিয়েছেন ৩৫ কোটি। মাত্র ৮ মিনিট অজয়কে পর্দায় দেখা গিয়েছিল। সেই হিসাবমতো, মিনিট প্রতি অজয় দেবগন নিয়েছেন ৪.৫ কোটি। এইদিক থেকে অজয় ছাপিয়ে গিয়েছেন শাহরুখ, সলমন, প্রভাশ-এর মত হেভিওয়েট স্টারদের। তাঁরা একটা ছবির জন্য ১০০ কোটির বেশিও নিয়েছেন, কিন্তু সেক্ষেত্রেও তাঁদের প্রতি মিনিটের রোজগার ছিল ২-৩ কোটি।
সূত্রের খবর, এসএস রাজামৌলির ‘আরআরআর’-এ একটি ক্যামিও চরিত্রের জন্য অজয় দেবগণ নিয়েছেন ৩৫ কোটি। মাত্র ৮ মিনিট অজয়কে পর্দায় দেখা গিয়েছিল। সেই হিসাবমতো, মিনিট প্রতি অজয় দেবগন নিয়েছেন ৪.৫ কোটি। এইদিক থেকে অজয় ছাপিয়ে গিয়েছেন শাহরুখ, সলমন, প্রভাশ-এর মত হেভিওয়েট স্টারদের। তাঁরা একটা ছবির জন্য ১০০ কোটির বেশিও নিয়েছেন, কিন্তু সেক্ষেত্রেও তাঁদের প্রতি মিনিটের রোজগার ছিল ২-৩ কোটি।
অজ্য দেবগণ ওটিটি-তে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। সূত্রের খবর, 'রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস'-এর জন্য অজয় দেবগণ নিয়েছেন ১২৫ কোটি। প্রতি এপিসোডের জন্য তাঁর পারিশ্রমিক ছিল ১৮ কোটি, যা পঙ্কজ ত্রিপাঠি, মনোজ বাজপেয়ী এমনকি সৈফ আলি খানেদের থেকে অনেক বেশি।
অজ্য দেবগণ ওটিটি-তে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। সূত্রের খবর, ‘রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস’-এর জন্য অজয় দেবগণ নিয়েছেন ১২৫ কোটি। প্রতি এপিসোডের জন্য তাঁর পারিশ্রমিক ছিল ১৮ কোটি, যা পঙ্কজ ত্রিপাঠি, মনোজ বাজপেয়ী এমনকি সৈফ আলি খানেদের থেকে অনেক বেশি।