কলকাতা থেকে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এক্সপ্রেস ট্রেন৷ কিন্তু মাঝরাস্তায় পথ হারাল সে৷ শেষ পর্যন্ত চালকের যখন হুঁশ ফিরল, ততক্ষণে আধ ঘণ্টা ভুল পথে চলে গিয়েছে ট্রেন৷

Kolkata Amritsar Durgiana Express: গন্তব্য ছিল অমৃতসর, ভুল পথে চলে গেল কলকাতা থেকে ছেড়ে যাওয়া ট্রেন! আধ ঘণ্টা পর হুঁশ ফিরল চালকের

কলকাতা থেকে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এক্সপ্রেস ট্রেন৷ কিন্তু মাঝরাস্তায় পথ হারাল সে৷ শেষ পর্যন্ত চালকের যখন হুঁশ ফিরল, ততক্ষণে আধ ঘণ্টা ভুল পথে চলে গিয়েছে ট্রেন৷
কলকাতা থেকে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এক্সপ্রেস ট্রেন৷ কিন্তু মাঝরাস্তায় পথ হারাল সে৷ শেষ পর্যন্ত চালকের যখন হুঁশ ফিরল, ততক্ষণে আধ ঘণ্টা ভুল পথে চলে গিয়েছে ট্রেন৷
অবাক করে দেওয়ার মতো এই ঘটনা ঘটেছে কলকাতা স্টেশন থেকে অমৃতসরগামী ১২৩৫৭ দুর্গিয়ানা এক্সপ্রেস ট্রেনে৷ রেল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১২.১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি৷
অবাক করে দেওয়ার মতো এই ঘটনা ঘটেছে কলকাতা স্টেশন থেকে অমৃতসরগামী ১২৩৫৭ দুর্গিয়ানা এক্সপ্রেস ট্রেনে৷ রেল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১২.১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি৷
নির্ধারিত সূচি অনুযায়ী, আজ বিকেল সাড়ে পাঁচটায় ট্রেনটির অমৃতসর পৌঁছনোর কথা ছিল৷ সেই মতো বিকেল সাড়ে চারটে নাগাদ ট্রেনটি জলন্ধর স্টেশনেও পৌঁছে যায়৷
নির্ধারিত সূচি অনুযায়ী, আজ বিকেল সাড়ে পাঁচটায় ট্রেনটির অমৃতসর পৌঁছনোর কথা ছিল৷ সেই মতো বিকেল সাড়ে চারটে নাগাদ ট্রেনটি জলন্ধর স্টেশনেও পৌঁছে যায়৷
রেল সূত্রে খবর, এর পরেই বিপত্তির সূত্রপাত৷ জলন্ধর থেকেই ভুল লাইনে চলে যায় ট্রেনটি৷ প্রায় আধ ঘণ্টা চলার পর ট্রেনটি নাখোরদা জংশন স্টেশনে পৌঁছয়৷
রেল সূত্রে খবর, এর পরেই বিপত্তির সূত্রপাত৷ জলন্ধর থেকেই ভুল লাইনে চলে যায় ট্রেনটি৷ প্রায় আধ ঘণ্টা চলার পর ট্রেনটি নাখোরদা জংশন স্টেশনে পৌঁছয়৷
নাখোরদা জংশনে পৌঁছেই ট্রেন চালক বুঝতে পারেন, তিনি সম্পূর্ণ ভুল পথে চলে এসেছেন৷ ঘটনার কথা জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেই৷ নাখোরদা জংশনেই দাঁড়িয়ে থাকে দুর্গিয়ানা এক্সপ্রেস৷
নাখোরদা জংশনে পৌঁছেই ট্রেন চালক বুঝতে পারেন, তিনি সম্পূর্ণ ভুল পথে চলে এসেছেন৷ ঘটনার কথা জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেই৷ নাখোরদা জংশনেই দাঁড়িয়ে থাকে দুর্গিয়ানা এক্সপ্রেস৷
এর পর ট্রেনটিকে ফিরিয়ে আনতে নতুন ইঞ্জিন নিয়ে আসা হয়৷ নাখোরদা থেকে ট্রেনটিকে ফের জলন্ধরে ফিরিয়ে আনা হয়৷ যার জেরে প্রায় দেড় থেকে দু ঘণ্টা দেরিতে অমৃতসর পৌঁছয় ট্রেনটি৷
এর পর ট্রেনটিকে ফিরিয়ে আনতে নতুন ইঞ্জিন নিয়ে আসা হয়৷ নাখোরদা থেকে ট্রেনটিকে ফের জলন্ধরে ফিরিয়ে আনা হয়৷ যার জেরে প্রায় দেড় থেকে দু ঘণ্টা দেরিতে অমৃতসর পৌঁছয় ট্রেনটি৷
কিন্তু এত বড় ভুল কীভাবে হল? পূর্ব রেল কর্তারা এ বিষয়ে কিছু জানাতে পারেননি৷ তাঁদের দাবি, সংশ্লিষ্ট রেল জোনের কর্তারাই এর ব্যাখ্যা দিতে পারবেন৷
কিন্তু এত বড় ভুল কীভাবে হল? পূর্ব রেল কর্তারা এ বিষয়ে কিছু জানাতে পারেননি৷ তাঁদের দাবি, সংশ্লিষ্ট রেল জোনের কর্তারাই এর ব্যাখ্যা দিতে পারবেন৷
প্রশ্ন হচ্ছে, দুর্গিয়ানা এক্সপ্রেস ওই লাইনে যাওয়ারই কথা ছিল না৷ ফলে ওই লাইনে যদি অন্য কোনও ট্রেন থাকত সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
প্রশ্ন হচ্ছে, দুর্গিয়ানা এক্সপ্রেস ওই লাইনে যাওয়ারই কথা ছিল না৷ ফলে ওই লাইনে যদি অন্য কোনও ট্রেন থাকত সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷