এই ওষুধগুলির গুঁড়ো এবং বেকিং সোডা গরম জলে মিশিয়ে নিন। এবার সিঙ্কে দিয়ে পরিষ্কার করুন। সিঙ্কে ব্লক থাকলে তাও খুলে যাবে।

Cleaning Tips: রান্নাঘরের বেসিনে জল জমছে? মাত্র পাঁচ টাকায় ফেললেই পরিষ্কার পাইপের আবর্জনা

 

রান্নাঘরে সিঙ্কে খাবার আটকানো খুবই সাধারণ সমস্যা৷ কিন্তু এর ফলে যে ড্রেনেজের সমস্যা সৃষ্টি হয়, তা একেবারেই সাধারণ নয়৷ স্বাস্থ্যের জন্যও যা মোটেও স্বাস্থ্যকর নয়৷ বেসিনে জল জমে যায়৷ সেই জল সহজে বেরোতেও চায় না৷ কিন্তু এরও কিছু উপায় রয়েছে৷ সেইগুলোই দেখে নেওয়া যাক৷
রান্নাঘরে সিঙ্কে খাবার আটকানো খুবই সাধারণ সমস্যা৷ কিন্তু এর ফলে যে ড্রেনেজের সমস্যা সৃষ্টি হয়, তা একেবারেই সাধারণ নয়৷ স্বাস্থ্যের জন্যও যা মোটেও স্বাস্থ্যকর নয়৷ বেসিনে জল জমে যায়৷ সেই জল সহজে বেরোতেও চায় না৷ কিন্তু এরও কিছু উপায় রয়েছে৷ সেইগুলোই দেখে নেওয়া যাক৷
সিঙ্ক পরিষ্কার করা সহজ নয়৷ অনেক সময়তেই পাইপ খুলে তা থেকে বর্জ্র পাদার্থ বের করে নেওয়া একটা দীর্ঘ প্রক্রিয়া৷ তবে তিনটে ঘরোয়া জিনিস ব্যবহার করেও এই সমস্যার সমাধান সম্ভব৷
সিঙ্ক পরিষ্কার করা সহজ নয়৷ অনেক সময়তেই পাইপ খুলে তা থেকে বর্জ্র পাদার্থ বের করে নেওয়া একটা দীর্ঘ প্রক্রিয়া৷ তবে তিনটে ঘরোয়া জিনিস ব্যবহার করেও এই সমস্যার সমাধান সম্ভব৷
রান্নাঘরে বেকিং সোডা নিশ্চয়ই রয়েছে৷ পরিষ্কার করার জন্য অব্যর্থ এই বস্তুটি৷ বেকিং সোডা পাইপে আটকে থাকা ময়লা দূর করতে পারে৷ এর জন্য ২ চা-চামচ বেকিং সোডার মধ্যে ১ চা-চামচ ভিনিগার যোগ করুন৷ এর সঙ্গে সামান্য সামান্য জল মেশান৷ এবার মিশ্রণটি সিঙ্কে ঢেলে দিন৷ একটা রাবারের স্টপ দিয়ে বন্ধ করুন৷ ১০ মিনিট পর গরম জল ঢেলে দিন৷ জলটি সিঙ্কের ড্রেনেজে ঢেলে দিন৷ তারপর বেসিনের কল চালু করে দিলেই সব ময়লা ধুয়ে যাবে৷
রান্নাঘরে বেকিং সোডা নিশ্চয়ই রয়েছে৷ পরিষ্কার করার জন্য অব্যর্থ এই বস্তুটি৷ বেকিং সোডা পাইপে আটকে থাকা ময়লা দূর করতে পারে৷ এর জন্য ২ চা-চামচ বেকিং সোডার মধ্যে ১ চা-চামচ ভিনিগার যোগ করুন৷ এর সঙ্গে সামান্য সামান্য জল মেশান৷ এবার মিশ্রণটি সিঙ্কে ঢেলে দিন৷ একটা রাবারের স্টপ দিয়ে বন্ধ করুন৷ ১০ মিনিট পর গরম জল ঢেলে দিন৷ জলটি সিঙ্কের ড্রেনেজে ঢেলে দিন৷ তারপর বেসিনের কল চালু করে দিলেই সব ময়লা ধুয়ে যাবে৷
পেটের সমস্যার জন্য অনেকের ঘরেই ইনো থাকে৷ এই পাঁচ টাকার জিনিসেই নিমেষে পরিষ্কার হয়ে যাবে, বেসিন৷ ১ প্যাকেট ইনো জলে গুলে বেসিনে ঢেলে দিন৷ ড্রেনেজের মুখটি বন্ধ করুন৷ তারপর সাদা ভিনিগার ঢেলে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন৷ জোরে কল চালিয়ে দিন৷ এতেই পাইপের আবর্জনা পরিষ্কার হয়ে যাবে৷
পেটের সমস্যার জন্য অনেকের ঘরেই ইনো থাকে৷ এই পাঁচ টাকার জিনিসেই নিমেষে পরিষ্কার হয়ে যাবে, বেসিন৷ ১ প্যাকেট ইনো জলে গুলে বেসিনে ঢেলে দিন৷ ড্রেনেজের মুখটি বন্ধ করুন৷ তারপর সাদা ভিনিগার ঢেলে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন৷ জোরে কল চালিয়ে দিন৷ এতেই পাইপের আবর্জনা পরিষ্কার হয়ে যাবে৷
সাদা ভিনিগার ঢেলে দিন সিঙ্কে৷ তারপর ১০ মিনিট অপেক্ষা করুন৷ কিছুটা গরম জল ঢেলে দিন৷ তাতেই সিঙ্কের পাইপ পরিষ্কার হয়ে যাবে৷
সাদা ভিনিগার ঢেলে দিন সিঙ্কে৷ তারপর ১০ মিনিট অপেক্ষা করুন৷ কিছুটা গরম জল ঢেলে দিন৷ তাতেই সিঙ্কের পাইপ পরিষ্কার হয়ে যাবে৷