অনুব্রত মণ্ডলের জামিনের অন্যতম কারণ কী? এল বড় খবর

Anubrata Mondal bail: অনুব্রত মণ্ডলের জামিনের অন্যতম কারণ কী? এল বড় খবর

নয়াদিল্লি: প্রমাণের অভাব, সওয়াল যুক্তির মারপ্যাঁচও নয়৷ অনুব্রত মণ্ডলের জামিনের মূল কারণ হিসেবে উঠে আসছে ভাষা সমস্যা! শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত গরু পাচার মামলায় জামিন দিয়েছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে৷ আজ আদালতের লিখিত নির্দেশ অনুব্রত মণ্ডলের আইনজীবীদের হাতে এসেছে৷ সেই নির্দেশিকাতেই ভাষা সমস্যার কথা উল্লেখ করেছেন বিচারক৷ আর এখানেই ইডি-র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে৷

দু’বছর আগে অগাস্ট মাসেই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। বোলপুরের নিচুপট্টির বাসিন্দার এরপর ঠিকানা হয় আসানসোল জেল। সেখান থেকে ইডি তৃণমূল নেতাকে হেফাজতে নেয়। তারপর তিহাড় জেলে বন্দি ছিলেন বীরভূমের বেতাজ বাদশা।