Gold Price Today: সোনার দামে চমক ! আজ রাজ্যে ২২ ক্যারেটের জানলে চমকে যাবেন

কলকাতা: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক ৷ গত কয়েকদিনে দাম কমলেও এদিন কত হল সোনালি ধাতুর দাম জেনে নিন৷  দেশজুড়ে উৎসবের মরশুম শুরে হয়ে গিয়েছে ৷ এর জেরে সোনালি ধাতুর চাহিদা বেশ অনেকটাই বেড়ে গিয়েছে ৷

২৩ জুলাই কেন্দ্র সরকারের বাজেট পেশ হওয়ার পর অনেকটাই কমে গিয়েছিল সোনার দাম ৷ এরপর থেকেই অনেকেই সোনা কিনতে শুরু করে দিয়েছিলেন ৷ পুজো, ধনতেরস ও বিয়ের জন্য সোনার কেনার হিড়িক বেড়ে গিয়েছিল ৷ তবে সম্প্রতি  ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাসের ফলে সোনার দাম বেড়ে গিয়েছে অনেকটাই ৷

আরও  পড়ুন: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১২০৪ দিনের জন্য ৪ লাখ টাকার FD করেছেন? কত রিটার্ন পাবেন দেখুন

আজকের সোনার দাম (২৪ সেপ্টেম্বর ২০২৪):

সোনা ওজন দাম
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭৪৪৭
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭০৭৫
২২ ক্যারেট (বিক্রি করতে গেলে) ১ গ্রাম 6776
১৮ ক্যারেট ( কিনতে গেলে) ১ গ্রাম ৫৮১০

 

সামনেই দুর্গা পুজো, কালীপুজো, ধনতেরস ৷ এরপর আবার শুরু হয়ে যাবে বিয়ের মরশুম ৷ আমাদের দেশে প্রাচীনকাল থেকে সোনায় বিনিয়োগ অত্যন্ত জনপ্রিয় ৷ বিয়ে বা যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়নার পরা চল চলে আসছে ৷

আরও পড়ুন: Car Loan নেওয়ার জন্য Cibil Score কত হওয়া প্রয়োজন? ঋণ নেওয়ার আগেই জেনে নিন

গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)