Kolkata police: কফির বোতলের মধ্যে কম্বোডিয়ায় যাচ্ছে হাজার হাজার ভারতীয় সিম! কলকাতায় বিরাট চক্র ফাঁস

কলকাতা: নামী সংস্থার ক্যুরিয়রে বুকিং করা হত কফির বোতল অথবা সুগার কিউব পাঠানো হবে বলে৷ আর সেই সমস্ত বোতলের আড়ালে কম্বোডিয়ায় পাচার হয়ে যেত ভারতীয় নম্বরের সিম কার্ড৷ যেগুলি আগে থেকেই চালু করে ইন্টারন্যাশনাল রোমিংয়ের সুবিধে নেওয়া থাকত৷ এর পর সেই সমস্ত নম্বর থেকেই ফোন করে ভারতে সাধারণ মানুষকে কখনও ডিজিটাল অ্যারেস্টের নামে হুমকি, কখনও আবার আর্থিক প্রতারণার ফাঁদে ফেলত প্রতারকরা৷

শুল্ক দফতরের থেকে খবর পেয়ে এমনই অভিনব প্রতারণার কারবার ফাঁস করল কলকাতা পুলিশ৷ এই ঘটনায় গত এপ্রিল মাসেই ছ জনকে গ্রেফতার করে পুলিশ৷ মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে৷ ফলে ধৃতের সংখ্যা বেড়ে হল ১০৷

আরও পড়ুন: কলকাতা জিপিও-র মহিলা বাথরুমে লুকিয়ে সহকর্মীর ভিডিও, হাতেনাতে ধৃত অস্থায়ী কর্মী!

একই সঙ্গে কম্বোডিয়ায় পাচার হওয়ার আগেই ৩৬১টি সিম উদ্ধার করেছে পুলিশ৷ যদিও এর আগে তিনটি ভাগে প্রায় এক হাজার সিম কম্বোডিয়ায় পাচার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ কলকাতা এবং সংলগ্ন এলাকার বিভিন্ন খুচরো সিম কার্ড বিক্রেতাদের থেকে মোটা দামে এই সিমকার্ড গুলি কেনা হত৷ এক একটি সিম কার্ড ৫ হাজার টাকাতেও কেনা হয় বলে পুলিশ সূত্রের খবর৷

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই এই চক্রে জড়িত থাকা তিন জন বিদেশি নাগরিকের নাম পেয়েছে পুলিশ৷ যদিও স্থানীয় ভাবে এই প্রতারণা চক্র চালাত যে মূল মাথা, সে এখনও পলাতক৷