বাইরে ব্যালকনিতে তো শুকোতে দেওয়া যায় না৷ ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামা-কাপড় মেলতে হয়৷ কিন্তু ঘরেও এই সময় আর্দ্রতা বেশি থাকে৷ ফলে সেখান থেকে বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়৷ রোদ না পাওয়া জামা-কাপড়গুলোতে স্যাঁতসেঁতে ভাব থাকে৷ আর তাতেই সমস্যা৷ জামাকাপড়ের মধ্যে ছত্রাক বাসা বাঁধে৷ তাহলে উপায়? এই কয়েকটা ঘরোয়া উপায় মেনে চলুন৷ তাহলেই এই বর্ষাতেও জামা-কাপড়ের স্যাঁতসেঁতে ভাব উধাও হয়ে যাবে৷

Rainy Season: বর্ষায় কাপড়ে স্যাঁসসেঁতে ভাব কাটছে না? এই ঘরোয়া উপায়ে মেনে চলুন, বৃষ্টিতেও শুকনো খটখটে থাকবে জামা কাপড়, রইল ম্যাজিক টিপস

বর্ষা তো সেই কবে চলে গিয়েছে। কিন্তু বৃষ্টি যাওযার নামগন্ধ নেই। বরং আবহাওয়া বিভাগের যা খবর, তাতে নিম্নচাপের জেরে আগামী বেশ কয়েকদিন অকাল বর্ষণে ভিজবে বাংলা। রোদের দেখা নেই। আকাশের মুখ ভার, আর তাতেই মুখ ভার রোজকার জামা কাপড়েরও। কাচা জিনিসপত্র শুকোতে চায় না।
বর্ষা তো সেই কবে চলে গিয়েছে। কিন্তু বৃষ্টি যাওযার নামগন্ধ নেই। বরং আবহাওয়া বিভাগের যা খবর, তাতে নিম্নচাপের জেরে আগামী বেশ কয়েকদিন অকাল বর্ষণে ভিজবে বাংলা। রোদের দেখা নেই। আকাশের মুখ ভার, আর তাতেই মুখ ভার রোজকার জামা কাপড়েরও। কাচা জিনিসপত্র শুকোতে চায় না।
বাইরে ব্যালকনিতে তো শুকোতে দেওয়া যায় না৷ ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামা-কাপড় মেলতে হয়৷ কিন্তু ঘরেও এই সময় আর্দ্রতা বেশি থাকে৷ ফলে সেখান থেকে বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়৷ রোদ না পাওয়া জামা-কাপড়গুলোতে স্যাঁতসেঁতে ভাব থাকে৷ আর তাতেই সমস্যা৷ জামাকাপড়ের মধ্যে ছত্রাক বাসা বাঁধে৷ তাহলে উপায়? এই কয়েকটা ঘরোয়া উপায় মেনে চলুন৷ তাহলেই এই বর্ষাতেও জামা-কাপড়ের স্যাঁতসেঁতে ভাব উধাও হয়ে যাবে৷
বাইরে ব্যালকনিতে তো শুকোতে দেওয়া যায় না৷ ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামা-কাপড় মেলতে হয়৷ কিন্তু ঘরেও এই সময় আর্দ্রতা বেশি থাকে৷ ফলে সেখান থেকে বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়৷ রোদ না পাওয়া জামা-কাপড়গুলোতে স্যাঁতসেঁতে ভাব থাকে৷ আর তাতেই সমস্যা৷ জামাকাপড়ের মধ্যে ছত্রাক বাসা বাঁধে৷ তাহলে উপায়? এই কয়েকটা ঘরোয়া উপায় মেনে চলুন৷ তাহলেই এই বর্ষাতেও জামা-কাপড়ের স্যাঁতসেঁতে ভাব উধাও হয়ে যাবে৷
বাড়ির শোওয়ার ঘর বাদ দিয়ে অন্য ঘরে জামা-কাপড় শুকোতে দিন৷ তবে কোনও বদ্ধ ঘরে মেলুন৷ এমন জায়গায় শুকোতে দিন, যেখানে হাওয়া-বাতাস ঢোকে৷ অথচ, তেমন জলের ছাট আসে না৷ জামা কাপড় শুকোতে দেওয়ার সময় জানালা দরজা বন্ধ রাখবেন না৷
বাড়ির শোওয়ার ঘর বাদ দিয়ে অন্য ঘরে জামা-কাপড় শুকোতে দিন৷ তবে কোনও বদ্ধ ঘরে মেলুন৷ এমন জায়গায় শুকোতে দিন, যেখানে হাওয়া-বাতাস ঢোকে৷ অথচ, তেমন জলের ছাট আসে না৷ জামা কাপড় শুকোতে দেওয়ার সময় জানালা দরজা বন্ধ রাখবেন না৷
শুকিয়ে গেলে ভাঁজ করে রাখার সময় কাপড়ের মধ্যে এক টুকরো ন্যাপথলিন, কর্পুর রেখে দিন৷ এতে কাপড়ের মধ্যে ছত্রাকও বাসা বাঁধতে পারবে না৷ শুধু গন্ধ নয়, এতে স্যাঁতসেঁতে ভাবও কাটে৷ কাপড়ের মধ্যে নিমপাতাও রেখে দিতে পারেন৷ জামা-কাপড় সতেজ থাকবে৷
শুকিয়ে গেলে ভাঁজ করে রাখার সময় কাপড়ের মধ্যে এক টুকরো ন্যাপথলিন, কর্পুর রেখে দিন৷ এতে কাপড়ের মধ্যে ছত্রাকও বাসা বাঁধতে পারবে না৷ শুধু গন্ধ নয়, এতে স্যাঁতসেঁতে ভাবও কাটে৷ কাপড়ের মধ্যে নিমপাতাও রেখে দিতে পারেন৷ জামা-কাপড় সতেজ থাকবে৷
বর্ষায় জামা কাপড় প্রতিদিন জল কাচ করবেন না৷ বরং কয়েকদিন পর একসঙ্গে ডিটারজেন্ট দিয়ে কেচে নিন৷ এতে জামা-কাপড়ে সহজে ব্যাকটেরিয়া জন্মাবে না৷ বাইরে শুকোতে দেওয়া জামা-কাপড় হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে, আর একবার জল দিয়ে ধুয়ে নিন৷ তারপর পাখায় মেলুন৷
বর্ষায় জামা কাপড় প্রতিদিন জল কাচ করবেন না৷ বরং কয়েকদিন পর একসঙ্গে ডিটারজেন্ট দিয়ে কেচে নিন৷ এতে জামা-কাপড়ে সহজে ব্যাকটেরিয়া জন্মাবে না৷ বাইরে শুকোতে দেওয়া জামা-কাপড় হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে, আর একবার জল দিয়ে ধুয়ে নিন৷ তারপর পাখায় মেলুন৷
সারা দিন বৃষ্টি হলে এত কিছু করার পরও স্যাঁতসেতে ভাব থাকে৷ তখন ভাল করে ইস্ত্রি করে নিন৷ এতে পোশাকে স্যাঁতসেঁতে ভাবও দূর হয়৷ কাচার আগে একটু গরমজলে ডুবিয়ে রাখুন৷ ভাল করে নিংড়ে শুকোতে দিন৷ এতে শুকোবেও তাড়াতাড়ি৷
সারা দিন বৃষ্টি হলে এত কিছু করার পরও স্যাঁতসেতে ভাব থাকে৷ তখন ভাল করে ইস্ত্রি করে নিন৷ এতে পোশাকে স্যাঁতসেঁতে ভাবও দূর হয়৷ কাচার আগে একটু গরমজলে ডুবিয়ে রাখুন৷ ভাল করে নিংড়ে শুকোতে দিন৷ এতে শুকোবেও তাড়াতাড়ি৷