নিম্নচাপ ফুঁসছে ঠিক 'এইখানে'! উত্তর থেকে দক্ষিণ সারা সপ্তাহের আবহাওয়ার আপডেট দেখে নিন!

IMD Latest weather forecast: ঘনীভূত নিম্নচাপ বঙ্গোপসাগরে! বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি! ডুবতে পারে কোন কোন জেলা?

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ ক্রমশ এগিয়ে এসেছে স্থলভাগের দিকে। এর প্রভাবে আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার বৃষ্টি হবে বাংলা, ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

পুজোর দোরগোড়ায় বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। আলিপুর হাওয়া অফিস থেকে আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানালেন, বঙ্গোপসাগরের মধ্য ভাগে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ এলাকায় উপকূলের কাছে বড়সড় প্রভাব রয়েছে এর। এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এই সিস্টেম কিছুটা দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে।

বুধবার ও আগামিকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতে। দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে।