Gold Price Today: সোনার দামে বড় বদল ! দেখে নিন আজ কলকাতায় কত হল দাম

কলকাতা: সোনার দাম শুধু বেড়েই চলেছে এবং সম্প্রতি রেকর্ড করে ফেলেছে সোনালি ধাতুর দাম। সাধারণত, আন্তর্জাতিক উন্নয়নের কারণে সোনার দাম ওঠানামা করে। তাই বাজারে মন্দা থাকলেও সোনার দামে কোনও মন্দা নেই।

গত কয়েকদিনে দাম কমলেও এদিন কত হল সোনালি ধাতুর দাম জেনে নিন৷ দেশজুড়ে উৎসবের মরশুম শুরে হয়ে গিয়েছে ৷ এর জেরে সোনালি ধাতুর চাহিদা বেশ অনেকটাই বেড়ে গিয়েছে ৷

আরও পড়ুন: কেন বাড়ছে দাম? ৭৬,৯০০ টাকা ছাড়িয়েছে সোনা, জানুন উৎসবের মরশুমে দাম কতটা বাড়তে পারে

২৩ জুলাই কেন্দ্র সরকারের বাজেট পেশ হওয়ার পর অনেকটাই কমে গিয়েছিল সোনার দাম ৷ এরপর থেকেই অনেকেই সোনা কিনতে শুরু করে দিয়েছিলেন ৷ পুজো, ধনতেরস ও বিয়ের জন্য সোনার কেনার হিড়িক বেড়ে গিয়েছিল ৷ তবে সম্প্রতি ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাসের ফলে সোনার দাম বেড়ে গিয়েছে অনেকটাই ৷

আরও পড়ুন: এই ধামাকা স্কিম থেকে হবে টাকার বৃষ্টি, ১ বছরে হাতে আসবে ১৭ লাখ টাকা !

আমাদের দেশে প্রাচীনকাল থেকে সোনায় বিনিয়োগ অত্যন্ত জনপ্রিয় ৷ বিয়ে বা যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়নার পরা চল চলে আসছে ৷

সোনা ওজন দাম
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭৫১১
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭১৩৫
২২ ক্যারেট (বিক্রি করতে গেলে) ১ গ্রাম ৬৮৩৫
১৮ ক্যারেট ( কিনতে গেলে) ১ গ্রাম ৫৮৫৮

 

গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)