ধর্ষণ, খুন ও তথ্য প্রমাণ লোপাটের রহস্য

CBI in RG Kar case: ‘আমাদের হাতে জাদুকাঠি নেই!’ আদালতে বললেন CBI-এর আইনজীবী,আরজি কর তদন্তে এর পর কী?

কলকাতা: সিবিআই আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর বার বারই কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ সুপ্রিম কোর্ট অবশ্য সিবিআই তদন্তেই আস্থা রেখেছে৷ এবার শিয়ালদহ আদালতেও সিবিআই-এর আইনজীবী বুঝিয়ে দিলেন, আরজি কর কাণ্ডে উল্লেখযোগ্য কোনও অগ্রগতির জন্য তদন্তকারীদের সময় লাগবে৷ সিবিআই-এর আইনজীবী বলেন, আমাদের হাতে জাদুকাঠি নেই যে সবকিছু একসঙ্গে সমাধান করে ফেলা যাবে৷

এ দিনই শিয়ালদহ আদালতে পেশ করা হয় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে৷ দু জনের জামিনের আবেদন খারিজ করে তাঁদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷

আরও পড়ুন: ‘কুইন্টাল, কুইন্টাল জল ছেড়েছে ডিভিসি’! কিউসেকের সঙ্গে গুলিয়ে ফেলে ফের বেফাঁস রচনা

বুধবার আদালতে সিবিআই-এর পক্ষ থেকে চাঞ্চল্যকর অভিযোগ তুলে দাবি করা হয়, টালা থানার ভিতরেই আরজি কর কাণ্ড সংক্রান্ত বেশ কিছু নথি অদল বদল করা হয়েছে৷ যদিও তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে জামিনের আবেদন করেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের আইনজীবীরা৷

সেই সূত্রেই সিবিআই-এর আইনজীবী বলেন, ‘আমাদের হাতে জাদুকাঠি নেই যে সব রহস্যভেদ একসঙ্গে করে ফেলা যাবে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, মোবাইল সব বেশ কিছু ডিজিটাল তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে । আমরা সবটা খতিয়ে দেখছি৷’ ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলেই তদন্ত আরও দ্রুত এগনো সম্ভব হবে বলেও দাবি করেন সিবিআই-এর আইনজীবী৷