Carles Cuadrat resigns: ইস্টবেঙ্গল কোচের পদ থেকে ইস্তফা দিলেন কুয়াদ্রাত, আপাতত দায়িত্বে কে? জানাল লাল হলুদ

কলকাতা: সমর্থকের ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কোচের পদ থেকে ইস্তফা দিলেন কার্লেস কুয়াদ্রাত৷ এ দিন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে৷ আইএসএল-এ প্রথম তিনটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে ইস্টবেঙ্গলকে৷ তার আগে ডুরান্ত কাপ এবং এএফসি কাপের ম্যাচেও হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে৷

পছন্দ মতো দল পাওয়ার পরেও দলের এই ব্যর্থতায় ইস্টবেঙ্গল কোচের পদত্যাগের দাবিতে সরব হন ইস্টবেঙ্গল সমর্থকরা৷ শেষ পর্যন্ত চাপের মুখে পদত্যাগই করতে হল গত বছর ইস্টবেঙ্গলকে সুপার কাপ জেতানো কুয়াদ্রাতকে৷ আপাতত ইস্টবেঙ্গল কোচের দায়িত্ব সামলাবেন রিজার্ভ দলের দায়িত্বে থাকা বিনো জর্জ৷

আরও পড়ুন:  ইতিহাস আয়ারল্যান্ডের, ফের নিজেদের চোকার্স তকমা বজায় রাখল দক্ষিণ আফ্রিকা, অ্যাডেয়ার ভাইদের দারুণ পারফরম্যান্স

গত মরশুমের শুরুতে ইস্টবেঙ্গল ক্লাবের চরম দুঃসময়ে দায়িত্ব নিয়েছিলেন কুয়াদ্রাত৷ মরশুমের শুরুতেই ডুরান্ড কাপের ডার্বিতে তারকা সমৃদ্ধ মোহনবাগানকে হারিয়ে চমকে দেয় কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল৷ এর পর কুয়াদ্রাতের কোচিংয়ে দীর্ঘ ট্রফি খরা কাটিয়ে সুপার কাপও ঘরে তোলে লাল হলুদ্র ব্রিগেড৷ সেই সময় ইস্টবেঙ্গল জনতার নয়নের মণি হয়ে উঠেছিলেন কুয়াদ্রাত৷ দলের কোচকে প্রফেসর নাম দিয়ে দেন সমর্থকরা৷ যদিও আইএসএলে সেভাবে ভাল ফল করতে পারেনি ইস্টবেঙ্গল৷

এই মরশুমে অবশ্য দল গঠনে শুরু থেকেই ঝাঁপায় ইস্টবেঙ্গল৷ দেশি বিদেশি মিলিয়ে কুয়াদ্রাতের পছন্দের খেলোয়াড়দেরই দলে নেয় লাল হলুদ৷ কিন্তু পর্যাপ্ত সময় এবং ভাল দল পেয়েও মরশুমের শুরু থেকেই হোঁচট খেতে শুরু করে ইস্টবেঙ্গল৷ ডুরান্ড কাপে আই লিগের দল শিলং লাজংয়ের কাছে হেরে বিদায় নেয় ইস্টবেঙ্গল৷ আইএসএল-এর শুরুতেও পর পর তিন ম্যাচে হারের মুখ দেখেছে লাল হলুদ ব্রিগেড৷ কুয়াদ্রাতের দল নির্বাচন নিয়েই প্রশ্ন উঠতে থাকে৷ এর পরেই ধৈর্যের বাঁধ ভাঙে লাল হলুদ সমর্থকদের৷ ময়দানের রীতি মেনেই ওঠে কোচ সরানোর দাবি৷

শেষ ম্যাচে এফসি গোয়ার কাছে হারের পরেও ঘুরে দাঁড়ানোর কথা শোনা গিয়েছিল স্প্যানিশ কোচের মুখে৷ কিন্তু যুবভারতীতেই সম্ভবত দেওয়াল লিখন পড়তে পেরেছিলেন তিনি৷ শেষ পর্যন্ত পদত্যাগেই বাধ্য হলেন ইস্টবেঙ্গল কোচ৷