এই যুগে দাঁড়িয়ে যেকোনো সম্পর্ক, প্রেম, কাম, অর্থ, বৈভব সবকিছুই দিয়ে থাকে বুধ। এই বিষয় বাস্তু কনসালটেন্ট হিতেন্দ্র কুমার বেশ কিছু বিষয় আলোচনা করেছেন। দেখে নেওয়া যাক। কোন কোন বিষয় তিনি তুলে ধরেছেন শুক্রের বিষয়ে।

Horoscope Venus: মিথুনে শুক্র! পুজোর আগেই কপালে পাহাড় প্রমাণ টাকা, মুখে হাসি ফুটছে কাদের?

যদি কোনও জাতক/জাতিকার হরোস্কোপে উচ্চ স্থানে অর্থাৎ মীনে বা বৃষ কিংবা তুলাতে শুক্র থাকে তবে তিনি সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে, যদি শুক্র কন্যাতে অবস্থান করেন তবে তাঁদের জীবনে নেমে আসে দুর্ভাগ্য।
যদি কোনও জাতক/জাতিকার হরোস্কোপে উচ্চ স্থানে অর্থাৎ মীনে বা বৃষ কিংবা তুলাতে শুক্র থাকে তবে তিনি সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে, যদি শুক্র কন্যাতে অবস্থান করেন তবে তাঁদের জীবনে নেমে আসে দুর্ভাগ্য।
শুক্র যদি খারাপ জায়গায় অবস্থান করে তবে হতে পারে বিভিন্ন রোগ, দেখে নেওয়া যাক কী কী রোগ হতে পারে শুক্রের অশুভ জায়গায় অবস্থানে। শুক্রের হরোস্কোপ অনুযায়ী খারাপ জায়াগায় অবস্থানে হতে পারে গোপনাঙ্গের বিভিন্ন অসুখ। এছাড়াও এই গ্রহের বিরূপতার ফলে হতে পারে টিবি, চোখের অসুখ, হিস্টিরিয়া, মূত্রের সমস্যা, হার্নিয়া, কিডনির সমস্যা-সহ একাধিক রোগ।  এছাড়াও এই রোগ মহিলাদের হরমোন ঘটিত সমস্যার সৃষ্টি করে।
শুক্র যদি খারাপ জায়গায় অবস্থান করে তবে হতে পারে বিভিন্ন রোগ, দেখে নেওয়া যাক কী কী রোগ হতে পারে শুক্রের অশুভ জায়গায় অবস্থানে। শুক্রের হরোস্কোপ অনুযায়ী খারাপ জায়াগায় অবস্থানে হতে পারে গোপনাঙ্গের বিভিন্ন অসুখ। এছাড়াও এই গ্রহের বিরূপতার ফলে হতে পারে টিবি, চোখের অসুখ, হিস্টিরিয়া, মূত্রের সমস্যা, হার্নিয়া, কিডনির সমস্যা-সহ একাধিক রোগ। এছাড়াও এই রোগ মহিলাদের হরমোন ঘটিত সমস্যার সৃষ্টি করে।
 শুক্রের কুপ্রভাবে বিয়েতে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বিবাহিত জীবনেও সমস্যা তৈরি করে শুক্র।
শুক্রের কুপ্রভাবে বিয়েতে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বিবাহিত জীবনেও সমস্যা তৈরি করে শুক্র।
শুক্রের কুপ্রভাবে আর্থিক ক্ষতিও হতে পারে। শুক্র যাদের নীচস্থ তাঁদের ভাল জামাকাপড়, প্রসাধনী, সুগন্ধের প্রতি আকর্ষণ হারিয়ে যায়। এছাড়াও আর্থিক ভাবে তাঁরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়।
শুক্রের কুপ্রভাবে আর্থিক ক্ষতিও হতে পারে। শুক্র যাদের নীচস্থ তাঁদের ভাল জামাকাপড়, প্রসাধনী, সুগন্ধের প্রতি আকর্ষণ হারিয়ে যায়। এছাড়াও আর্থিক ভাবে তাঁরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়।
এই পরিস্থিতিতে জাতক/জাতিকাদের জীবনে নেমে আসতে পারে নানা সমস্যা। এই সমস্যা সহজে দূরও হতে চায় না।
এই পরিস্থিতিতে জাতক/জাতিকাদের জীবনে নেমে আসতে পারে নানা সমস্যা। এই সমস্যা সহজে দূরও হতে চায় না।
শুক্রের এই দোষ কাটাতে প্রতি শুক্রবার দই, চিনি, সাদা বস্ত্র, নারকেল, সাবু, মাখনা, ভাত ইত্যাদি শুক্রবারে দান করুন। এছাড়াও উজ্জ্বল রঙের জামা পরিধান করুন। এবং ওম দ্রাম দ্রিম সাহ শুক্রায় নমঃ প্রতিদিন পাঠ করুন।
শুক্রের এই দোষ কাটাতে প্রতি শুক্রবার দই, চিনি, সাদা বস্ত্র, নারকেল, সাবু, মাখনা, ভাত ইত্যাদি শুক্রবারে দান করুন। এছাড়াও উজ্জ্বল রঙের জামা পরিধান করুন। এবং ওম দ্রাম দ্রিম সাহ শুক্রায় নমঃ প্রতিদিন পাঠ করুন।

(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)