হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা গোবিন্দা। সংগৃহীত ছবি।

Govinda Hospitalised: বন্দুক থেকে ছিটকে গেল গুলি! ভোররাতে বুলেটবিদ্ধ গোবিন্দা, এখন কেমন আছেন অভিনেতা?

*বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। নিজের লাইসেন্স করা বন্দুকের গুলিতে আহত হয়েছেন তিনি। মঙ্গলবার ভোর পৌনে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে তাঁর নিজের বাড়িতে। আইসিইউতে ভর্তি করা হয়েছে অভিনেতাকে। সংগৃহীত ছবি।
*বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। নিজের লাইসেন্স করা বন্দুকের গুলিতে আহত হয়েছেন তিনি। মঙ্গলবার ভোর পৌনে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে তাঁর নিজের বাড়িতে। আইসিইউতে ভর্তি করা হয়েছে অভিনেতাকে। সংগৃহীত ছবি।
*প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গোবিন্দা মুম্বইয়ের বাড়িতে ওই বন্দুক পরিষ্কার করছিল। সেরি সময়ই মিসফায়ার হয়ে যায়। গুলিটি লাগে তাঁর হাঁটুতে। এই মুহূর্তে তিনি মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তবে পরিবারের পক্ষ থেকে গুলি লাগার প্রসঙ্গে এখনও কোনও তথ্য সামনে আসেনি। সংগৃহীত ছবি।
*প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গোবিন্দা মুম্বইয়ের বাড়িতে ওই বন্দুক পরিষ্কার করছিল। সেরি সময়ই মিসফায়ার হয়ে যায়। গুলিটি লাগে তাঁর হাঁটুতে। এই মুহূর্তে তিনি মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তবে পরিবারের পক্ষ থেকে গুলি লাগার প্রসঙ্গে এখনও কোনও তথ্য সামনে আসেনি। সংগৃহীত ছবি।
*অভিনেতা অ্যাকশন চলচ্চিত্র দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন গোবিন্দা। ১৯৮০-র দশকে নৃত্য তারকা হয়ে ওঠেন। লভ ৮৬ দিয়ে আত্মপ্রকাশ, যা বক্স অফিসে হিট হয় এবং গোবিন্দা অভিনয়ের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে। ইলজাম (১৯৮৬), মারতে দাম তক (১৯৮৭), খুদগার্জ (১৯৮৭), দরিয়া দিল (১৯৮৮), জয়সি কার্নি ওয়াইসি ভরনি (১৯৮৯), স্বর্গ (১৯৯০) এবং হাম (১৯৯১)-সহ বহু হিট সিনেমায় অভিনয় করেছেন। সংগৃহীত ছবি।
*অভিনেতা অ্যাকশন চলচ্চিত্র দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন গোবিন্দা। ১৯৮০-র দশকে নৃত্য তারকা হয়ে ওঠেন। লভ ৮৬ দিয়ে আত্মপ্রকাশ, যা বক্স অফিসে হিট হয় এবং গোবিন্দা অভিনয়ের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে। ইলজাম (১৯৮৬), মারতে দাম তক (১৯৮৭), খুদগার্জ (১৯৮৭), দরিয়া দিল (১৯৮৮), জয়সি কার্নি ওয়াইসি ভরনি (১৯৮৯), স্বর্গ (১৯৯০) এবং হাম (১৯৯১)-সহ বহু হিট সিনেমায় অভিনয় করেছেন। সংগৃহীত ছবি।
*তাঁর হিট সিনেমার মধ্যে রয়েছে শোলা অর শবনম, আঁখে, রাজা বাবু (১৯৯৪), কুলি নং ১ (১৯৯৫), সাজন চলে সসুরাল (১৯৯৬), হিরো নং ১ (১৯৯৭), দিওয়ানা মাস্তানা (১৯৯৭), দুলহে রাজা (১৯৯৮), বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ (১৯৯৮), আনাড়ি নং ১ (১৯৯৯), হাসিনা মান জায়েগি (১৯৯৯) এবং জোড়ি নং ১ (২০০১), এক অউর এক গিয়ারাহ (২০০৩)। সংগৃহীত ছবি।
*তাঁর হিট সিনেমার মধ্যে রয়েছে শোলা অর শবনম, আঁখে, রাজা বাবু (১৯৯৪), কুলি নং ১ (১৯৯৫), সাজন চলে সসুরাল (১৯৯৬), হিরো নং ১ (১৯৯৭), দিওয়ানা মাস্তানা (১৯৯৭), দুলহে রাজা (১৯৯৮), বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ (১৯৯৮), আনাড়ি নং ১ (১৯৯৯), হাসিনা মান জায়েগি (১৯৯৯) এবং জোড়ি নং ১ (২০০১), এক অউর এক গিয়ারাহ (২০০৩)। সংগৃহীত ছবি।
*গোবিন্দ ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সাংসদ ছিলেন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে শিবসেনায় যোগ দেন। সংগৃহীত ছবি।
*গোবিন্দ ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সাংসদ ছিলেন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে শিবসেনায় যোগ দেন। সংগৃহীত ছবি।
*মুম্বইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে তাঁকে ভর্তি করা হয়েছে। ঠিক কীভাবে তাঁর নিজের বন্দুক থেকে ভুল করে গুলি ছুটে গেল, সেই বিষয়টি এখনও স্পষ্ট। মুম্বই পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে। গোবিন্দার কলকাতাতেও নিজস্ব ফ্ল্যাট রয়েছে। আজ একটি অনুষ্ঠানে তার কলকাতায় আসার কথা ছিল। সংগৃহীত ছবি।
*মুম্বইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে তাঁকে ভর্তি করা হয়েছে। ঠিক কীভাবে তাঁর নিজের বন্দুক থেকে ভুল করে গুলি ছুটে গেল, সেই বিষয়টি এখনও স্পষ্ট। মুম্বই পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে। গোবিন্দার কলকাতাতেও নিজস্ব ফ্ল্যাট রয়েছে। আজ একটি অনুষ্ঠানে তার কলকাতায় আসার কথা ছিল। সংগৃহীত ছবি।