Gold Price Today: সোনার দামে বদল ! লেটেস্ট দাম জানলে চমকে যাবেন

কলকাতা: উৎসবের মরশুম শুরু হতেই সোনার চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে ৷ সম্প্রতি আকাশছোঁয়া হয়ে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ তারপরও আমজনতা সোনা ক্রয় করা বন্ধ করেনি। যাদের কাছে হলুদ ধাতু কেনার মতো পর্যাপ্ত টাকা নেই, তারা মাসিক ডিপোজিট স্কিমের অধীনে সোনা কিনছে।

সোনার দাম ইতিমধ্যেই এক নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। যা ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে, MCX-এ সোনার দাম (সোনা শেয়ারের মতো লেনদেন করা হয়) সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

আরও পড়ুন: ২০-৩০ বছর আগে জমানো ১ কোটি টাকার মূল্য এখন কোন তলানিতে এসে ঠেকেছে ভাবতেও পারবেন না!

অক্টোবরের শুরুতে কত হল সোনালি ধাতুর দাম দেখে নিন এখানে ৷

সোনা ওজন দাম
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭৫৬৩
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭১৮৫
২২ ক্যারেট (বিক্রি করতে গেলে) ১ গ্রাম ৬৮৮২
১৮ ক্যারেট ( কিনতে গেলে) ১ গ্রাম ৫৮৯৯
রুপো (৯৯৯) ১ গ্রাম ৯১৩০০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

আরও পড়ুন: মাত্র ৩০০ টাকা বিনিয়োগ করে গড়ে তোলা যেতে পারে ৭৩ লাখ টাকার ফান্ড, দেখে নিন হিসেব

২৩ জুলাই কেন্দ্র সরকারের বাজেট পেশ হওয়ার পর অনেকটাই কমে গিয়েছিল সোনার দাম ৷ এরপর থেকেই অনেকেই সোনা কিনতে শুরু করে দিয়েছিলেন ৷ পুজো, ধনতেরস ও বিয়ের জন্য সোনার কেনার হিড়িক বেড়ে গিয়েছিল ৷ তবে সম্প্রতি ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাসের ফলে সোনার দাম বেড়ে গিয়েছে অনেকটাই ৷

আমাদের দেশে প্রাচীনকাল থেকে সোনায় বিনিয়োগ অত্যন্ত জনপ্রিয় ৷ বিয়ে বা যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়নার পরা চল চলে আসছে ৷

গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)