গুলি লাগার পর প্রথমবার মুখ খুললেন গোবিন্দা। হাসপাতালের বেড থেকে ভক্তদের উদ্দেশ্যে পাঠানো ভয়েস নোটে তিনি বলেন, “চিন্তা নেই। আমি ঠিক আছি।“পাশাপাশি এমন পরিস্থিতিতে পাশে থাকার জন্য ভক্ত ও চিকিৎসকদের কৃতজ্ঞতা জানিয়েছেন ‘রাজাবাবু’।

Govinda Shooting: ‘গুলি লেগেছিল, এখন ভাল আছি’, হাসপাতালের বেড থেকে ভক্তদের উদ্দেশ্যে ভয়েস নোট পাঠালেন গোবিন্দা

গুলি লাগার পর প্রথমবার মুখ খুললেন গোবিন্দা। হাসপাতালের বেড থেকে ভক্তদের উদ্দেশ্যে পাঠানো ভয়েস নোটে তিনি বলেন, “চিন্তা নেই। আমি ঠিক আছি।“পাশাপাশি এমন পরিস্থিতিতে পাশে থাকার জন্য ভক্ত ও চিকিৎসকদের কৃতজ্ঞতা জানিয়েছেন ‘রাজাবাবু’।
গুলি লাগার পর প্রথমবার মুখ খুললেন গোবিন্দা। হাসপাতালের বেড থেকে ভক্তদের উদ্দেশ্যে পাঠানো ভয়েস নোটে তিনি বলেন, “চিন্তা নেই। আমি ঠিক আছি।“পাশাপাশি এমন পরিস্থিতিতে পাশে থাকার জন্য ভক্ত ও চিকিৎসকদের কৃতজ্ঞতা জানিয়েছেন ‘রাজাবাবু’।
মঙ্গলবার ভোর ৪.৪৫ মিনিট নাগাদ বাড়ি থেকে বের হওয়ার আগে রিভলবার পরীক্ষা করে দেখছিলেন অভিনেতা। অসাবধানতায় গুলি ছিটকে লাগে গোবিন্দার পায়ে। সঙ্গে সঙ্গে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। ঘটনার খবর পাওয়ার পর থেকেই চিন্তায় ছিলেন ভক্তরা। ভয়েস নোটে গোবিন্দার গলা কিছুটা জড়ানো শোনাচ্ছে। অ্যানেস্থেশিয়া বা ওষুধের প্রতিক্রিয়ার কারণে এমনটা হতে পারে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তিনি সুস্থ হচ্ছেন। তাঁর আন্তরিক বার্তায় অনুরাগীদের মানসিক উদ্বেগ কেটে গিয়েছে।
মঙ্গলবার ভোর ৪.৪৫ মিনিট নাগাদ বাড়ি থেকে বের হওয়ার আগে রিভলবার পরীক্ষা করে দেখছিলেন অভিনেতা। অসাবধানতায় গুলি ছিটকে লাগে গোবিন্দার পায়ে। সঙ্গে সঙ্গে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। ঘটনার খবর পাওয়ার পর থেকেই চিন্তায় ছিলেন ভক্তরা। ভয়েস নোটে গোবিন্দার গলা কিছুটা জড়ানো শোনাচ্ছে। অ্যানেস্থেশিয়া বা ওষুধের প্রতিক্রিয়ার কারণে এমনটা হতে পারে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তিনি সুস্থ হচ্ছেন। তাঁর আন্তরিক বার্তায় অনুরাগীদের মানসিক উদ্বেগ কেটে গিয়েছে।
গোবিন্দা বলেন, “নমস্কার। প্রণাম। আমি গোবিন্দা। আপনাদের ভালবাসা, পিতামাতার আশীর্বাদ, গুরুর কৃপায় যে গুলি লেগেছিল, চিকিৎসকরা তা বের করে দিয়েছেন। এখানকার চিকিৎসকদের ধন্যবাদ, মাননীয় আগরওয়ালজিকে বিশেষ ধন্যবাদ। আপানারা সকলে প্রার্থনা করেছেন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।’’
গোবিন্দা বলেন, “নমস্কার। প্রণাম। আমি গোবিন্দা। আপনাদের ভালবাসা, পিতামাতার আশীর্বাদ, গুরুর কৃপায় যে গুলি লেগেছিল, চিকিৎসকরা তা বের করে দিয়েছেন। এখানকার চিকিৎসকদের ধন্যবাদ, মাননীয় আগরওয়ালজিকে বিশেষ ধন্যবাদ। আপানারা সকলে প্রার্থনা করেছেন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।’’
ঘটনার পর গোবিন্দার ম্যানেজার শশী সিনহা অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিয়ে সংবাদসংস্থা ANI-কে বলেছিলেন, “অভিনেতা এবং শিবসেনা নেতা গোবিন্দা কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। লাইসেন্সড রিভ্লবার নেওয়ার সময় হাত থেকে পড়ে যায়। তখনই গুলি লাগে অভিনেতার পায়ে। চিকিৎসকরা গুলি বের করে দিয়েছেন। ভয়ের কিছু নেই। তিনি সুস্থ আছেন। তবে হাসপাতালেই আছেন।’’
ঘটনার পর গোবিন্দার ম্যানেজার শশী সিনহা অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিয়ে সংবাদসংস্থা ANI-কে বলেছিলেন, “অভিনেতা এবং শিবসেনা নেতা গোবিন্দা কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। লাইসেন্সড রিভ্লবার নেওয়ার সময় হাত থেকে পড়ে যায়। তখনই গুলি লাগে অভিনেতার পায়ে। চিকিৎসকরা গুলি বের করে দিয়েছেন। ভয়ের কিছু নেই। তিনি সুস্থ আছেন। তবে হাসপাতালেই আছেন।’’
আপাতত অভিনেতাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গিয়েছে। তারপর হাসপাতাল থেকে ছুটি হতে পারে। এদিকে সকালেই হাসাপাতালে পৌঁছন মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চের তদন্তকারী অফিসাররা। কীভাবে আচমকা রিভলবার থেকে গুলি বেরল তা খতিয়ে দেখছেন তাঁরা।প্রসঙ্গত, বলিউড থেকে আপাতত দূরেই রয়েছেন গোবিন্দা। সিনেমায় তাঁকে বিশেষ দেখা যাচ্ছে না। চলতি বছরের মার্চ মাসে যোগ দেন শিবসেনায়। দলের একাধিক র‍্যালিতেও অংশ নিয়েছেন। রিয়্যালিটি শো ‘ডান্স দিওয়ানে’-এর বিচারক হিসাবে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছে গোবিন্দাকে।
আপাতত অভিনেতাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গিয়েছে। তারপর হাসপাতাল থেকে ছুটি হতে পারে। এদিকে সকালেই হাসাপাতালে পৌঁছন মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চের তদন্তকারী অফিসাররা। কীভাবে আচমকা রিভলবার থেকে গুলি বেরল তা খতিয়ে দেখছেন তাঁরা।
প্রসঙ্গত, বলিউড থেকে আপাতত দূরেই রয়েছেন গোবিন্দা। সিনেমায় তাঁকে বিশেষ দেখা যাচ্ছে না। চলতি বছরের মার্চ মাসে যোগ দেন শিবসেনায়। দলের একাধিক র‍্যালিতেও অংশ নিয়েছেন। রিয়্যালিটি শো ‘ডান্স দিওয়ানে’-এর বিচারক হিসাবে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছে গোবিন্দাকে।