একটা বয়সের পর অনেকেরই দেহে স্ট্রেচ মার্ক থাকে৷ এর নানা কারণে হতে পারে৷ বয়সজনিত কারণ, ওজন বৃদ্ধি পেলে বা সন্তান জন্মানোর পর অনেকেরই স্ট্রেচ মার্কের সমস্যা হয়৷ এর ফলে অনেকেই আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকে৷

Skincare Tips: স্ট্রেচ মার্কের সমস্যায় জেরবার? রান্নাঘরেই রয়েছে এর সমাধান, রইল চার ম্যাজিক টিপস

একটা বয়সের পর অনেকেরই দেহে স্ট্রেচ মার্ক থাকে৷ এর নানা কারণে হতে পারে৷ বয়সজনিত কারণ, ওজন বৃদ্ধি পেলে বা সন্তান জন্মানোর পর অনেকেরই স্ট্রেচ মার্কের সমস্যা হয়৷ এর ফলে অনেকেই আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকে৷
একটা বয়সের পর অনেকেরই দেহে স্ট্রেচ মার্ক থাকে৷ এর নানা কারণে হতে পারে৷ বয়সজনিত কারণ, ওজন বৃদ্ধি পেলে বা সন্তান জন্মানোর পর অনেকেরই স্ট্রেচ মার্কের সমস্যা হয়৷ এর ফলে অনেকেই আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকে৷
অনেক সময় লেজ়ারের মাধ্যমে স্ট্রেচ মার্ক দূর করা সম্ভব৷ কিন্তু সমস্যা হল, সেই লেজ়ার চিকিৎসা যেমন ব্যয়সাপেক্ষ, তেমনই স্বাস্থ্যেরও তা ক্ষতি করে৷ তবে রান্নাঘরে বেশ কিছু উপকরণ দিয়ে এই সমস্যার সমাধানও সম্ভব৷
অনেক সময় লেজ়ারের মাধ্যমে স্ট্রেচ মার্ক দূর করা সম্ভব৷ কিন্তু সমস্যা হল, সেই লেজ়ার চিকিৎসা যেমন ব্যয়সাপেক্ষ, তেমনই স্বাস্থ্যেরও তা ক্ষতি করে৷ তবে রান্নাঘরে বেশ কিছু উপকরণ দিয়ে এই সমস্যার সমাধানও সম্ভব৷
চিনি: প্রাকৃতিক উপায়ে ত্বকে থেকে মৃত কোষ সরাতে সাহায্য করে চিনি৷ ত্বককে উজ্জ্বল এবং দাগহীন করতে হলে খানিকটা চিনি গুঁড়ো করে তার সঙ্গে এক টেবলচামচ নারকেল তেল মিশিয়ে নিন৷ তার পর েস্ট্রচ মার্কসের উপর লাগিয়ে নিন৷ ধীরে ধীরে স্ক্রাব করুন৷
চিনি: প্রাকৃতিক উপায়ে ত্বকে থেকে মৃত কোষ সরাতে সাহায্য করে চিনি৷ ত্বককে উজ্জ্বল এবং দাগহীন করতে হলে খানিকটা চিনি গুঁড়ো করে তার সঙ্গে এক টেবলচামচ নারকেল তেল মিশিয়ে নিন৷ তার পর স্ট্রেচ মার্কসের উপর লাগিয়ে নিন৷ ধীরে ধীরে স্ক্রাব করুন৷
নারকেল ও কাঠবাদামের তেল: নারকেল ও কাঠবাদাম তেল আসলে প্রাকৃতিক ময়শ্চারাইজ়ার৷ ত্বকের গভীরে পৌঁছে রক্ষা করে৷ উভয় তেল একসঙ্গে মিশিয়ে স্ট্রেচ মার্কসের উপর  লাগান৷ এতে দাগ হালকা হবে৷
নারকেল ও কাঠবাদামের তেল: নারকেল ও কাঠবাদাম তেল আসলে প্রাকৃতিক ময়শ্চারাইজ়ার৷ ত্বকের গভীরে পৌঁছে রক্ষা করে৷ উভয় তেল একসঙ্গে মিশিয়ে স্ট্রেচ মার্কসের উপর লাগান৷ এতে দাগ হালকা হবে৷
লেবু ও শসার রস: লেবুর রসে রয়েছে ভিটামিন লি৷ তার সঙ্গে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট৷ ফলে ত্বক উজ্জ্বল করতে পারে লেবুর রস৷ এর সঙ্গে শসার রস একসঙ্গে মিশিয়ে নিন৷ এই মাস্ক একসঙ্গে সেই জায়গায় লাগিয়ে নিন৷
লেবু ও শসার রস: লেবুর রসে রয়েছে ভিটামিন লি৷ তার সঙ্গে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট৷ ফলে ত্বক উজ্জ্বল করতে পারে লেবুর রস৷ এর সঙ্গে শসার রস একসঙ্গে মিশিয়ে নিন৷ এই মাস্ক একসঙ্গে সেই জায়গায় লাগিয়ে নিন৷
ডিমের সাদা অংশ:  ডিমের সাদা অংশে প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড থাকে৷ যা ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে৷ প্রথমে ডিমের সাদা অংশকে ভালভাবে ফেটান৷ তাতে যে ফেনা তৈরি হবে, তা স্ট্রেচমার্কের উপর লাগিয়ে রাখুন৷ এবার শুকিয়ে গেলে সাবধানে তুলে ফেলুন৷ শেষে তেল বা ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন৷ তফাৎ বুঝতেই পারবেন৷
ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশে প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড থাকে৷ যা ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে৷ প্রথমে ডিমের সাদা অংশকে ভালভাবে ফেটান৷ তাতে যে ফেনা তৈরি হবে, তা স্ট্রেচমার্কের উপর লাগিয়ে রাখুন৷ এবার শুকিয়ে গেলে সাবধানে তুলে ফেলুন৷ শেষে তেল বা ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন৷ তফাৎ বুঝতেই পারবেন৷
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।