নিজের বন্দুক থেকে গুলি লেগে জখম বলিউডের সুপারস্টার গোবিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। জানা গিয়েছে, প্রায় ১০টা সেলাই পড়েছে তাঁর পায়ে।

Govinda Gun Shot Case: কে গুলি করল গোবিন্দাকে? নিজের ভুলেই নাকি অন্য কেউ? নায়কের বয়ানে অসঙ্গতি-রহস্য!

নিজের বন্দুক থেকে গুলি লেগে জখম বলিউডের সুপারস্টার গোবিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। জানা গিয়েছে, প্রায় ১০টা সেলাই পড়েছে তাঁর পায়ে।
নিজের বন্দুক থেকে গুলি লেগে জখম বলিউডের সুপারস্টার গোবিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। জানা গিয়েছে, প্রায় ১০টা সেলাই পড়েছে তাঁর পায়ে।
এই ঘটনার তদন্ত শুরু করেছে জুহু থানার পুলিশ। এ দিকে তদন্তে নেমে অভিনেতার বয়ানে না কি অসঙ্গতি পেয়েছেন তাঁরা?
এই ঘটনার তদন্ত শুরু করেছে জুহু থানার পুলিশ। এ দিকে তদন্তে নেমে অভিনেতার বয়ানে না কি অসঙ্গতি পেয়েছেন তাঁরা?
প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, মঙ্গলবার ভোর ৪. ৪৫ মিনিটে দুর্ঘটনা ঘটে। অভিনেতার নিজেরই লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকে দুর্ঘটনাবশত গুলি ছুটে গিয়ে পায়ে লাগে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, মঙ্গলবার ভোর ৪. ৪৫ মিনিটে দুর্ঘটনা ঘটে। অভিনেতার নিজেরই লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকে দুর্ঘটনাবশত গুলি ছুটে গিয়ে পায়ে লাগে।
পুলিশের কাছে অভিনেতা জানান, বন্দুকটি পরিষ্কার করার জন্য হাতে নিয়েছিলেন। সেই সময় 'আনলকড' ছিল রিভলবারটি। প্রায় ২০ বছরের পুরনো ওই অস্ত্র।
পুলিশের কাছে অভিনেতা জানান, বন্দুকটি পরিষ্কার করার জন্য হাতে নিয়েছিলেন। সেই সময় ‘আনলকড’ ছিল রিভলবারটি। প্রায় ২০ বছরের পুরনো ওই অস্ত্র।
কিন্তু গোবিন্দার এই বয়ানে সন্তুষ্ট নয় পুলিশ। ফের তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে বলে জানিয়েছে জুহু পুলিশ।
কিন্তু গোবিন্দার এই বয়ানে সন্তুষ্ট নয় পুলিশ। ফের তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে বলে জানিয়েছে জুহু পুলিশ।
ইতিমধ্যেই অভিনেতার মেয়ে টিনা আহুজাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
ইতিমধ্যেই অভিনেতার মেয়ে টিনা আহুজাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
হাঁটু থেকে ঠিক দুই ইঞ্চি নীচে গুলি লেগেছিল বলে জানা যায়। যদিও এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলেই খবর পরিবার সূত্রে।
হাঁটু থেকে ঠিক দুই ইঞ্চি নীচে গুলি লেগেছিল বলে জানা যায়। যদিও এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলেই খবর পরিবার সূত্রে।
গোবিন্দার ম্যানেজার শশী সিং সংবাদসংস্থাকে বলেছিলেন, 'গোবিন্দা কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে।'
গোবিন্দার ম্যানেজার শশী সিং সংবাদসংস্থাকে বলেছিলেন, ‘গোবিন্দা কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে।’
 তিনি আরও জনান, 'ওঁর পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালেই রয়েছেন।'
তিনি আরও জনান, ‘ওঁর পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালেই রয়েছেন।’