Diwali 2024 Date: ৩১ অক্টোবর নাকি ১ নভেম্বর, এ বছর দীপাবলির ‘সঠিক’ দিন কোনটা? কোন ‘শুভ’ সময়ে পুজো করলে বর্ষিত হবে আশীর্বাদ? জেনে নিন

দুর্গাপূজা আর নবরাত্রির উৎসব শেষ হতে না হতেই মানুষ দীপাবলি নিয়ে মেতে ওঠে। এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আট থেকে আশি। দীপাবলির দিন ধনসম্পদের দেবতা কুবের এবং দেবী লক্ষ্মীর পূজা করা হয়। পাশাপাশি বাজি পোড়ানো তো আছেই।
দুর্গাপূজা আর নবরাত্রির উৎসব শেষ হতে না হতেই মানুষ দীপাবলি নিয়ে মেতে ওঠে। এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আট থেকে আশি। দীপাবলির দিন ধনসম্পদের দেবতা কুবের এবং দেবী লক্ষ্মীর পূজা করা হয়। পাশাপাশি বাজি পোড়ানো তো আছেই।
বিশ্বাস করা হয়, দীপাবলির দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করলে ধন-সম্পদ বৃদ্ধি পায়। এ বছর দীপাবলির তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে।  দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে জেনে নেওয়া যাক ২০২৪-এর দীপাবলি কখন উদযাপিত হবে এবং এর শুভ সময় কখন।
বিশ্বাস করা হয়, দীপাবলির দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করলে ধন-সম্পদ বৃদ্ধি পায়। এ বছর দীপাবলির তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে জেনে নেওয়া যাক ২০২৪-এর দীপাবলি কখন উদযাপিত হবে এবং এর শুভ সময় কখন।
দেওঘরের জ্যোতিষীরা জানান, প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালন করা হয়। এই দিনে সম্পদের দেবতা কুবের, ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর পূজা করা হয়। এতে ঘরের সুখ-সমৃদ্ধি বাড়ে। এ বছর, দীপাবলিতে ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে।
দেওঘরের জ্যোতিষীরা জানান, প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালন করা হয়। এই দিনে সম্পদের দেবতা কুবের, ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর পূজা করা হয়। এতে ঘরের সুখ-সমৃদ্ধি বাড়ে। এ বছর, দীপাবলিতে ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে।
জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি উদযাপিত হয়। এই বছর অমাবস্যা তিথি ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর দুই দিনেই পড়ছে। যে কারণে নানারকম বিভ্রান্তি ছড়াচ্ছে।
জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি উদযাপিত হয়। এই বছর অমাবস্যা তিথি ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর দুই দিনেই পড়ছে। যে কারণে নানারকম বিভ্রান্তি ছড়াচ্ছে।
অমাবস্যার তারিখ ১ নভেম্বর। তবে দীপাবলি ৩১ অক্টোবর উদযাপিত হবে। কারণ অমাবস্যার তিথি শুরু হচ্ছে ৩১ অক্টোবর বিকেল ৩টে ১২ মিনিটের পর এবং শেষ হবে পরের দিন অর্থাৎ ১ নভেম্বর বিকেল ৫:১৪ মিনিটে।
অমাবস্যার তারিখ ১ নভেম্বর। তবে দীপাবলি ৩১ অক্টোবর উদযাপিত হবে। কারণ অমাবস্যার তিথি শুরু হচ্ছে ৩১ অক্টোবর বিকেল ৩টে ১২ মিনিটের পর এবং শেষ হবে পরের দিন অর্থাৎ ১ নভেম্বর বিকেল ৫:১৪ মিনিটে।