Gold Price Fall: সোনার রেকর্ড দৌড় আর কতদিন? কবে কমবে দাম ?

সোনার এখন আকাশছোঁয়া দাম। প্রতিদিনই রেকর্ড গড়ছে। কিন্তু এমনটা চিরকাল চলবে না। দাম পড়বে। কিন্তু কবে? সেটাই লাখ টাকার প্রশ্ন। আসলে সোনা সব সময়ই প্রতিপক্ষ। সেটা ডলার হতে পারে কিংবা স্টক বা বিটকয়েন।
সোনার এখন আকাশছোঁয়া দাম। প্রতিদিনই রেকর্ড গড়ছে। কিন্তু এমনটা চিরকাল চলবে না। দাম পড়বে। কিন্তু কবে? সেটাই লাখ টাকার প্রশ্ন। আসলে সোনা সব সময়ই প্রতিপক্ষ। সেটা ডলার হতে পারে কিংবা স্টক বা বিটকয়েন।
সোনার সঙ্গে অর্থনীতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কোষাগারের সঙ্গেও এর প্রত্যক্ষ যোগ। দ্বিতীয়টার দাম ইতিবাচক বা ক্রমবর্ধমান হলে সোনা কিছুটা পড়ে। আবার উল্টোটা। এটাই ছিল ফরমুলা। কিন্তু ২০২২ সালে যাবতীয় হিসেবনিকেশ পাল্টে যায়।
সোনার সঙ্গে অর্থনীতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কোষাগারের সঙ্গেও এর প্রত্যক্ষ যোগ। দ্বিতীয়টার দাম ইতিবাচক বা ক্রমবর্ধমান হলে সোনা কিছুটা পড়ে। আবার উল্টোটা। এটাই ছিল ফরমুলা। কিন্তু ২০২২ সালে যাবতীয় হিসেবনিকেশ পাল্টে যায়।
২০০৮ সাল থেকে সোনার দামের বাড়াকমা নিয়ে সমীক্ষা চালাচ্ছে লন্ডনের লংভিউ ইকোনমিক্স। এর নাম দেওয়া হয় মাল্টিফ্যাক্টর মডেল। তারা লক্ষ্য করে, ২০২২ সাল থেকে সোনার মূল্য আর বাজারের উপর নির্ভর করছে না। চলতি বছরের শুরুর দিকে এই মডেল আউন্স প্রতি সোনার দাম ১০০০ ডলার অনুমান করে। দাম দাঁড়ায় ২ হাজার ডলারের বেশি।
২০০৮ সাল থেকে সোনার দামের বাড়াকমা নিয়ে সমীক্ষা চালাচ্ছে লন্ডনের লংভিউ ইকোনমিক্স। এর নাম দেওয়া হয় মাল্টিফ্যাক্টর মডেল। তারা লক্ষ্য করে, ২০২২ সাল থেকে সোনার মূল্য আর বাজারের উপর নির্ভর করছে না। চলতি বছরের শুরুর দিকে এই মডেল আউন্স প্রতি সোনার দাম ১০০০ ডলার অনুমান করে। দাম দাঁড়ায় ২ হাজার ডলারের বেশি।
২০২২ সালে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। পুতিনের দেশের উপর একাধিক নিষেধাজ্ঞা চাপায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সময় থেকে প্রায় গোটা বিশ্বেই সোনা মজুত করতে শুরু করে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি। ডলারের বিপরীতে রিজার্ভকে বৈচিত্রময় করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। সবচেয়ে বেশি সোনা মজুত করে চিন।
২০২২ সালে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। পুতিনের দেশের উপর একাধিক নিষেধাজ্ঞা চাপায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সময় থেকে প্রায় গোটা বিশ্বেই সোনা মজুত করতে শুরু করে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি। ডলারের বিপরীতে রিজার্ভকে বৈচিত্রময় করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। সবচেয়ে বেশি সোনা মজুত করে চিন।
তবে চিনের সোনা মজুত করার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে অর্থনৈতিক মন্দা, রিয়েল এস্টেটে ধ্বস অন্যতম কারণ। কোভিডের পর থেকে চিনের শেয়ার বাজারেও মন্দা চলছে। ২০২১ থেকেই চিনা স্টকের পারফরম্যান্স প্রায় তলানিতে। এ থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ করেছে বেজিং। তবে তা পর্যাপ্ত নয় বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।
তবে চিনের সোনা মজুত করার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে অর্থনৈতিক মন্দা, রিয়েল এস্টেটে ধ্বস অন্যতম কারণ। কোভিডের পর থেকে চিনের শেয়ার বাজারেও মন্দা চলছে। ২০২১ থেকেই চিনা স্টকের পারফরম্যান্স প্রায় তলানিতে। এ থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ করেছে বেজিং। তবে তা পর্যাপ্ত নয় বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।
মার্কিন অর্থনীতিও খুব একটা ভাল জায়গায় নেই। অর্থনৈতিক আকাশে মন্দার মেঘ ঘনিয়েছে। এর সঙ্গে কিয়েভ থেকে বেইরুট পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকেও ধরছেন বাজার বিশেষজ্ঞরা। ফলে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনা কেনা থামেনি। তবে গতি কিছুটা শিথিল হয়েছে। একমাত্র চিনই সোনা মজুত করা বন্ধ করেছে। ফলে আপাতত সোনার দাম কমার কোনও লক্ষণ নেই। লংভিউ-এর প্রতিষ্ঠাতা ক্রিস ওয়াটলিং বলছেন, “সবাই এখন সোনার মালিক হতে চায়।“
মার্কিন অর্থনীতিও খুব একটা ভাল জায়গায় নেই। অর্থনৈতিক আকাশে মন্দার মেঘ ঘনিয়েছে। এর সঙ্গে কিয়েভ থেকে বেইরুট পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকেও ধরছেন বাজার বিশেষজ্ঞরা। ফলে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনা কেনা থামেনি। তবে গতি কিছুটা শিথিল হয়েছে। একমাত্র চিনই সোনা মজুত করা বন্ধ করেছে। ফলে আপাতত সোনার দাম কমার কোনও লক্ষণ নেই। লংভিউ-এর প্রতিষ্ঠাতা ক্রিস ওয়াটলিং বলছেন, “সবাই এখন সোনার মালিক হতে চায়।“