বৃহস্পতিবারই বাংলা সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এতদিন ছটি ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি ছিল৷ এবার সেই তালিকা বেড়ে হল ১১৷

Classical languages: বাংলা ছাড়াও ভারতে ধ্রুপদী ভাষা আর কী কী? জানুন, কীভাবে মেলে স্বীকৃতি

বৃহস্পতিবারই বাংলা সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এতদিন ছটি ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি ছিল৷ এবার সেই তালিকা বেড়ে হল ১১৷
বৃহস্পতিবারই বাংলা সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এতদিন ছটি ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি ছিল৷ এবার সেই তালিকা বেড়ে হল ১১৷
ধ্রুপদী ভাষার তালিকায় জায়গা পাওয়া ভাষাগুলি হল, সংস্কৃত, তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় এবং ওড়িয়া৷ এর সঙ্গে যুক্ত হল বাংলা, অসমিয়া, মারাঠি, পালি এবং প্রাকৃত৷
ধ্রুপদী ভাষার তালিকায় জায়গা পাওয়া ভাষাগুলি হল, সংস্কৃত, তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় এবং ওড়িয়া৷ এর সঙ্গে যুক্ত হল বাংলা, অসমিয়া, মারাঠি, পালি এবং প্রাকৃত৷
২০০৪ সাল থেকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে শুরু করে কেন্দ্রীয় সরকার৷ প্রথম ধ্রপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয় তামিলকে৷
২০০৪ সাল থেকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে শুরু করে কেন্দ্রীয় সরকার৷ প্রথম ধ্রপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয় তামিলকে৷
পাশাপাশি ওই ভাষায় প্রাচীন গ্রন্থ এবং নথিরও অস্তিত্ব থাকতে হবে৷ শুধু তাই নয়, প্রাচীন নথিতে থাকা এবং বর্তমান সময়ে ব্যবহৃত ভাষার দুই রূপের মধ্যে ফারাকও থাকতে হবে৷
পাশাপাশি ওই ভাষায় প্রাচীন গ্রন্থ এবং নথিরও অস্তিত্ব থাকতে হবে৷ শুধু তাই নয়, প্রাচীন নথিতে থাকা এবং বর্তমান সময়ে ব্যবহৃত ভাষার দুই রূপের মধ্যে ফারাকও থাকতে হবে৷
ধ্রুপদী ভাষাগুলি নিয়ে চর্চা এবং গবেষণার ক্ষেত্রে বিশেষ উৎসাহ দেয় ইউজিসি৷

ধ্রুপদী ভাষাগুলি নিয়ে চর্চা এবং গবেষণার ক্ষেত্রে বিশেষ উৎসাহ দেয় ইউজিসি৷