মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee on RG Kar incident: ‘দুর্ঘটনা ঘটে যায়, মানুষ মানতে পারে না!’ দুর্গাপুজোর উদ্বোধনের মাঝেই বললেন মমতা

কলকাতা: দুর্গাপুজোর উদ্বোধনে গিয়েও নাম না করে আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আরজি কর কাণ্ডকে দুর্ঘটনা এবং দুঃখজনক বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী৷

এ দিন দক্ষিণ কলকাতার একাধিক নাম করা পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ হিন্দুস্তান পার্কের উদ্বোধন করতে গিয়েই আরজি কর প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। দুঃখজনক ঘটনা কেউ মানতে পারে না। বাংলার যারা অপমান করেন তাদের বলবো শুভ বুদ্ধির উদয় হোক।

আরও পড়ুন: পুজোর মুখে বাড়ছে চিন্তা! আর কিছুক্ষণ, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় দুর্যোগের সতর্কবার্তা

আরজি কর কাণ্ড নিয়ে আন্দোলন চলতে থাকলেও দুর্গা পুজোর আয়োজনকে এই বিতর্কে বাইরে রাখার আর্জি আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ যা নিয়ে বিতর্কও হয়েছিল৷ মুখ্যমন্ত্রী অবশ্য গত কয়েকদিন ধরেই অন্যান্য বছরের মতোই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করেছেন৷

এ দিন দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজোর পাশাপাশি ভার্চুয়ালি জেলার বিভিন্ন পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জেলার পুজোর উদ্বোধন করার মাঝেই বন্যা দুর্গত এলাকাগুলির খোঁজ নেন মুখ্যমন্ত্রী৷ পুজোর সময়ও ওই এলাকাগুলির মানুষের খোঁজখবর রাখার জন্য পুলিশ, প্রশাসনের কর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷