Junior doctors hunger strike: সাড়ে আটটা বাজতেই আমরণ অনশনে ৬ জুুনিয়র চিকিৎসক! নেই আরজি করের কেউ

কলকাতা: শুক্রবারের দেওয়া হুঁশিয়ারি মতোই ধর্মতলর অবস্থান মঞ্চে আমরণ অনশন শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা৷ গতকালই জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করেও দাবি পূরণের জন্য রাজ্য সরকারকে শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত সময় দিয়েছিলেন৷ আন্দোলনকারীদের হুঁশিয়ারি ছিল, ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা শনিবার রাত সাড়ে আটটা থেকে আমরণ অনশন শুরু করবেন৷ সেই মতো আজ রাত সাড়ে আটটার পরই ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থান মঞ্চে আমরণ অনশন শুরু করেন ৬ জন জুনিয়র চিকিৎসক৷

তবে প্রথম দিন অনশন শুরু করা জুনিয়র চিকিৎসকদের মধ্যে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাাতালের কেউ নেই৷ আন্দোলনকারীদের অবশ্য দাবি, ভবিষ্যতে প্রয়োজনে আরও অনেকেই অনশনে বসবেন৷ আরজি কর হাসপাতালের কেউ অনশনে যোগ দেবেন না, এমন কোনও সিদ্ধান্ত হয়নি৷

জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, অনশনের স্বচ্ছতা বজায় রাখতে তাঁরা অনশন মঞ্চে সিসিটিভি লাগাবেন৷ শুধু তাই নয়, জুনিয়র চিকিৎসকরা আরও দাবি করেছেন, তাঁরা হাসপাতালে পরিষেবা চালিয়ে যাওয়ার পাশাপাশি বাকি সময়ে অবস্থান মঞ্চে থাকবেন৷ অনশনরত কোনও জুনিয়র চিকিৎসক অসুস্থ হলে তার দায়ও রাজ্য সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা৷ ভবিষ্যতে অনশনকারী চিকিৎসকের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আন্দোলনকারীদের পক্ষে জানানো হয়েছে৷

আরও পড়ুন: থ্রেট কালচারে বন্ধে কড়া আরজি কর! দশ ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার, বড় শাস্তি বাকিদেরও

যে ছ জন জুনিয়র চিকিৎসক অনশন শুরু করেছেন, তাঁদের মধ্যে তিন জন কলকাতা মেডিক্যাল কলেজের, এসএসকেএম এবং এনআরএস মেডিক্যাল কলেজ থেকে একজন করে জুনিয়র চিকিৎসক রয়েছেন৷ কেপিসি মেডিক্যাল কলেজের এক জুনিয়র চিকিৎসকও আমরণ অনশনে যোগ দিয়েছেন৷

যে ৬ জন চিকিৎসক এ দিন আমরণ অনশন শুরু করেছেন, তাঁদের মধ্যে আছেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অনুস্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাঁজা এবং স্নিগ্ধা হাজরা, এসএসকেএম হাসপাতালের অর্ণব মুখোপাধ্যায়, যাদবপুর কে পি সি মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা এবং শিয়ালদহ এনআরএস হাসপাতালের পুলস্থ আচার্য৷