দেশ Cyclonic Circulation IMD: জোড়ায় জোড়ায় ঘূর্ণাবর্ত…! ১৪ রাজ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা, শীতের কাঁপুনি শুরু কবে? অক্টোবরের আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল IMD Gallery October 7, 2024 Bangla Digital Desk দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তর প্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের কিছু অংশ এবং উত্তর আরব সাগরের বেশিরভাগ অংশ থেকে ৫ অক্টোবর প্রত্যাহার হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাহার রেখা এখন অক্ষাংশ ২৯ ডিগ্রি উত্তর, দ্রাঘিমাংশ ৮৪ ডিগ্রি পূর্ব নওতানওয়া, সুলতানপুর, পান্না, নর্মদাপুরম, খারগাঁও, নন্দুরবার, নভসারি, অক্ষাংশ ২০ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৭০ ডিগ্রি পূর্বের মধ্য দিয়ে গেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গুজরাত, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের জন্য পরিস্থিতি অনুকূল। একটি ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অন্ধ্রপ্রদেশ উপকূলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আরও একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন উত্তর-পূর্ব অসমের উপর, এবং উত্তর পাকিস্তান এবং পার্শ্ববর্তী পঞ্জাবের উপর অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আবহাওয়ার বিপর্যয়:গত ২৪ ঘণ্টায় অসম, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং তামিলনাড়ুর কিছু অংশে বিচ্ছিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। উত্তর-পূর্ব ভারত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, উত্তর হরিয়ানা, উত্তর পঞ্জাব, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তেলঙ্গানা, রায়ালসীমা, লাক্ষাদ্বীপ, কেরল, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড এবং দক্ষিণ উত্তর প্রদেশে হালকা বৃষ্টি হয়েছে। পূর্ব রাজস্থান, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, পশ্চিম রাজস্থান এবং পূর্ব মধ্যপ্রদেশ, পঞ্জাবের কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি। অসম ও মেঘালয়ের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৫ থেকে ৩ ডিগ্রি কম ছিল। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সম্ভাব্য আবহাওয়া:পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে, তামিলনাড়ু, কেরল, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, উপকূলীয় কর্ণাটক, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে ভারী বর্ষণের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, বিহার, পূর্ব উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, কোঙ্কন এবং গোয়া, মধ্য মহারাষ্ট্র, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পশ্চিম হিমালয়, ওড়িশা, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর ভারত থেকে বর্ষা বিদায়ের এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। মানুষ আশা করেছিল, অক্টোবর মাসে বর্ষা ফিরে গেলেই ঠান্ডার স্পেল শুরু হবে। কিন্তু তা হচ্ছে বলে মনে হয় না। বর্তমানে, দিল্লি-এনসিআর, উত্তরাখণ্ড, হিমাচল, পঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানার মতো রাজ্যগুলিতে আবহাওয়ার অন্য মেজাজ। দিনের বেলায় গরমের প্রচণ্ড তাপ অনুভব করছে মানুষ। এমনকি রাতেও এসি ও কুলার বন্ধ করার উপায় নেই। সাধারণত এই ঋতুতে মানুষ সকাল-সন্ধ্যায় হালকা ঠান্ডা অনুভব করতে শুরু করলেও এবার তেমনটা হচ্ছে বলে মনে হয় না। তবে রবিবারই কাশ্মীরে তুষারপাত শুরু হয়েছে। কাশ্মীরের পাহাড়ি এলাকায় তুষারপাতের কারণে আগামী দিনে পর্যটন বাড়বে বলে আশা করা হচ্ছে। এই সময় দূর্গাপূজা ও দশেরার ছুটির কারণে পর্যটকরা উপত্যকাতে ভিড় করেন। তাই সেইসব পর্যটকদের জন্য সুখবর। আগামী দিনে তুষারপাত অব্যাহত থাকতে পারে বলে আশা করা হচ্ছে। কাশ্মীরে তুষারপাত অব্যাহত থাকলে স্থলভাগের আবহাওয়ারও কিছু পরিবর্তন আশা করা যায়। তবে অন্তত এক সপ্তাহ এই গরম সহ্য করতে হবে উত্তর ভারতের মানুষকে। বর্তমানে, পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থান এবং দিল্লি এনসিআর-সহ পঞ্জাব, হরিয়ানায় দিনের তাপমাত্রা প্রায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি ছাড়াচ্ছে। যার কারণে জুন-জুলাইয়ের মতো গরমের মুখে পড়তে হচ্ছে মানুষকে। রাতেও গরম আর আর্দ্রতা থেকে রেহাই পাচ্ছেন না কেউ। যার ফলে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ চলে এলেও এসি এবং কুলার বন্ধ হওয়া লক্ষণ দেখা যাচ্ছে না কোথাও। তবে আবহাওয়া অধিদফতর বলছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে সকাল-সন্ধ্যা আবহাওয়ায় কিছুটা শীতলতা অনুভূত হতে পারে। উত্তর ভারতের মানুষ পাহাড়ে তুষারপাতের জেরেই শীতের আমেজ অনুভব করতে চলেছেন শীঘ্রই।