কলকাতা: সিনেমায় অভিনয় করবেন বলে জাতীয় দলের সঙ্গে যাননি ওয়েস্ট ইন্ডিজ সফরে। তিনি গতে বাঁধা জীবন চাননি কখনও। তাই ব্যক্তিগত জীবনেও স্টেপ আউট করে খেলতে চেয়েছিলেন। আর তাতেই তাঁর জীবনে সমস্যা বেড়ে যায়।
আজ আমরা কথা বলব সন্দীপ পাটিলের ব্যাপারে। ১৯৫৬ সালের ৮ অগাস্ট জন্ম তাঁর। তাঁর বাবা মধুসূদন পাটিল ছিলেন প্রাক্তন ক্রিকেটার। তাঁর ছেলে হয়ে তিনিও প্রথম প্রেম হিসেবে বেছে নিয়েছিলেন ক্রিকেটকে। সন্দীপ প্রথম রনজি ম্যাচ খেলেন ১৯৭৫-’৭৬ মরশুমে।
আরও পড়ুন- দেখার মতো সুন্দরী! ঋষভ পন্থের গার্লফ্রেন্ড থাকেন ‘লুকিয়ে’! কী করেন তিনি?
১৯৮০ সালে জাতীয় দলের জার্সিতে প্রথম খেলার সুযোগ পান। ১৯৮৩ সালের বিশ্বকাপ দলে ছিলেন তিনি। সেই জয়ের পরে সন্দীপ যেন ক্রিকেটের বাইরেও কিছু একটা করতে চেয়েছিলেন।
এর পরই ডাক আশে বলিউড থেকে। ‘কভি আজনবী থে’ ছবিতে তাঁকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হয়ে যান। পুনম ঢিলোঁ এবং দেবশ্রী রায়, এই দুই নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।
ক্রিকেটার সৈয়দ কিরমানি ছবিতে ছিলেন খলনায়কের ভূমিকায়। দুই নামজাদা ক্রিকেটার থাকা সত্ত্বেও সেই সিনেমা বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি। সেই ছবির জন্যই নাকি দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি সন্দীপ। তিনি চোটের অজুহাত দেখিয়ে সরে দাঁড়ান।
আরও পড়ুন- নিলামের আগে বড় সমস্যায় কেকেআর! ১২ জনকে নিয়ে ধন্দে নাইটরা! কী হবে শেষ সিদ্ধান্ত
জানা যায়, সেই সময় বিবাহিত সন্দীপ পাটিল বাঙালি অভিনেত্রী দেবশ্রী রায়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। এমনকী দেবশ্রীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্রিকেট সার্কিটে। আর তাতেই ছারখার হয় তাঁর দাম্পত্য জীবন। কেউ কখনও এই নিয়ে মুখ খোলেননি। কিছুদিন পর তাঁর এই সম্পর্ক থেকে দূরে সরে আসেন বলেও শোনা যায়।