লাইফস্টাইল IQ Level: শিশু ব্রেন উল্কার গতিতে কাজ করছে? সাতটি বৈশিষ্ট্যই বলবে অন্যদের সহজেই দশ গোল দেবে Gallery October 9, 2024 Bangla Digital Desk প্রতিটি শিশুর বুদ্ধিমত্তার লেভেল আলাদা আলাদা হয়। উচ্চ আই কিউ বা বুদ্ধিমত্তা যুক্ত শিশুরা পড়াশুনা-সহ নানা বিষয়ে এগিয়ে থাকে। প্রতীকী ছবি প্রত্যেক বাবা-মায়েরই স্বপ্ন থাকে তাঁদের শিশু যেন স্মার্ট এবং প্রখর বুদ্ধিযুক্ত হয়। এই জন্য উচ্চ আই কিউ লেভেল বা বুদ্ধিমত্তা থাকা খুব প্রয়োজন। প্রতীকী ছবি উচ্চ আই কিউ লেভেল সম্পন্ন শিশুরা যা শেখে বা দেখে তা মনে রাখতে পারে দীর্ঘ দিন যাবত। প্রতীকী ছবি উচ্চ আইকিউ সহ শিশুদের ভাষাতেও অনেক ভাল দক্ষতা বজায় থাকে। অল্প বয়স থেকেই জটিল ভাষার প্রয়োগ করতে শুরু করে তাঁরা। প্রতীকী ছবি উচ্চ আই কিউ লেভেল যুক্ত শিশুরা চিন্তাশীল হয়। এবং কোনও কিছু গভীরতা দিয়ে ভাবতে পারে। প্রতীকী ছবি কোনও শিশুর আইকিউ লেভেল বেশি হলে যে কোনও সমস্যা সমাধানে অসাধারণ ক্ষমতা থাকে তাঁর। প্রতীকী ছবি উচ্চ আই কিউ যুক্ত শিশুরা খুবই কৌতূহলী হয়। এই ধরণের শিশুরা যুক্তি দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করে। প্রতীকী ছবি শিশুর বুদ্ধিমত্তা ভাল থাকলে সে তাঁর বয়স অনুযায়ী দ্রুত সব কিছু শিখে নিতে পারে। এবং খুবই সহজাত ভঙ্গিতে সে সব কিছু রপ্ত করতে পারে। প্রতীকী ছবি