শুভেন্দু অধিকারী

RG Kar case: পুজো হলেও উৎসবে বিষাদের সুর লেগে থাকবে, বললেন শুভেন্দু

যেদিন ধর্ষক ও তাঁর সহযোগীরা কঠিন শাস্তি পাবে সেইদিনই উৎসব হবে। মহাষষ্ঠীর দিন এক সভামঞ্চ থেকে এই কথাই বললেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার, একটি সভামঞ্চ থেকে বক্তৃতা রাখতে গিয়ে তিনি ঠিক এই বক্তব্যই রাখেন। এই প্রসঙ্গে তিনি জানান, “পুজো শাস্ত্র মতে ঠিকই হবে। কিন্তু, উৎসবে ফিরতে কোথাও গিয়ে আমাদের যেন একটু বিষাদ লেগে রয়েছে। কারণ, আমাদের বোনটিকে যেভাবে কর্মক্ষেত্রের মধ্যে অত্যাচারিত হয়ে আমাদের মধ্যে থেকে চলে যেতে হল। এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেদিন শাস্তি পাবে সেইদিনই আমাদের উৎসব হবে।”
গত ৯ অগস্ট সকালে আরজি কর মেডিক্যাল কলেজের চারতলায় সেমিনার হলে মহিলা চিকিৎসকের রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সে রাতেই এক সিভিক ভলান্টিয়ারকে পুলিশ গ্রেফতার করেছিল। এরপরে ঘটনা প্রবাহ অনেক দূর বিস্তৃত হয়। একে একে নাম জড়ায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে তাঁদের গ্রেফতার করে সিবিআই। গত সোমবার ধৃত সিভিক সঞ্জয়কেই মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে প্রথম চার্জশিট দেয় সিবিাআই।