জ্যোতিষকাহন Laxmi Puja 2024: কেন রাতেই পুজো হয় দেবী লক্ষ্মীর? ‘কোজাগরী’ নামে লুকিয়ে রয়েছে কারণ! আপনি জানতেন? Gallery October 11, 2024 Bangla Digital Desk দুর্গাপুজোর পরেই ঘরে ঘরে পালিত হয় কোজাগরী লক্ষ্মীপুজো। কোজাগরী পূর্ণিমার দিন তাঁর বিশেষ অর্চনা হয়। এটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত। শাস্ত্র মতে বলা হয়, মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট- কিন্তু উপযুক্ত নিয়মাবলী ও কিছু বিধিনিষেধ মেনে দেবীকে আহ্বান জানাতে হয়। কোজাগরী শব্দটির উৎপত্তি ‘কো জাগতী’ থেকে। এর আক্ষরিক অর্থ ‘কে জেগে আছো?’ প্রচলিত আছে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে ধন-সম্পদের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সকলকে আশীর্বাদ দেন। কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে, তাঁর বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না ও সেখান থেকে ফিরে চলে যান। তাই লক্ষ্মী পুজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত আছে। যে ভক্ত রাত জেগে আরাধনা করেন, তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করে যান তিনি ৷ তাঁর ঘর ভরে ওঠে ধনসম্পত্তি ও সমৃদ্ধিতে। এখনও লক্ষ্মীপুজোর দিন সন্ধেবেলায় জ্বলে ওঠে প্রদীপ। গৃহস্থের বাড়িতে বাড়িতে কাঁসর ঘণ্টায় মুখরিত হয় আকাশ-বাতাস। রাত জেগে চলে আরাধনা। তাই এমন নামকরণ। কোজাগরী লক্ষ্মীদেবীর আরাধনার তোড়জোড় চলছে। দশকর্মা ভান্ডার, ফল-ফুলওয়ালা, মিষ্টির দোকান সকলেই ব্যস্ত লক্ষ্মীপুজোর আয়োজনে। কোজাগরী পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তবে পুজো করার সময় কিছু বিষয় মাথায় রাখুন। সেই বিষয়গুলি মেনে চললে মা লক্ষ্মীর কৃপায় কখনও অর্থের অভাব হবে না। (Disclaimer- উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)