চেন্নাই: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে ফের দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারল এক্সপ্রেস ট্রেন৷ শুক্রবার রাতে এমনই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল মাইসুরু থেকে দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস৷
প্রাথমিক পাওয়া খবরে জানা গিয়েছে, লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে ওই এক্সপ্রেস ট্রেনটি৷ চেন্নাই থেকে কিছুটা দূরে কাভারাইপেট্টাই স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার অভিঘাতে ট্রেনটির দুটি কামরায় আগুন ধরে যায়৷ বেলাইন হয় মোট ছটি কামরা৷ যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা এখনও স্পষ্ট নয়৷
VIDEO | Mysuru-Darbhanga Express met with an accident near Kavarapettai Railway Station in the Chennai Division, causing derailment of at least two coaches. More details awaited.
(Source: Third Party) pic.twitter.com/ukS2r9WicS
— Press Trust of India (@PTI_News) October 11, 2024
গত বছর ঠিক একই ভাবে ওড়িশায় দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস৷ লুুপ লাইনে ঢুকে পড়ে একটি মালগাড়ির পিছনে ধাক্কা মেরেছিল করমণ্ডল এক্সপ্রেস৷ বাগমতী এক্সপ্রেসও কীভাবে মালগাড়ি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ওই একই লুপ লাইনে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ রেল লাইনের বিভ্রাট না কি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা তদন্তেই স্পষ্ট হবে৷ থিরুভাল্লুরের জেলাশাসক জানিয়েছেন, দুর্ঘটনার পরই পুরোদমে উদ্ধারকাজে নেমেছে স্থানীয় প্রশাসন৷
রেলের পক্ষ থেকে অবশ্য বিবৃতি দাবি করা হয়েছে, দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হলেও কোনও প্রাণহানি ঘটেনি৷ চেন্না্ই ডিভিশনের চালু করা রেলের দুটি হেলপলাইন নম্বর হল ০৪৪২৫৩৫৪১৫১ এবং ০৪৪২৪৩৫৪৯৯৫৷