দেশ Weather Update: সাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণাবর্ত! একাধিক রাজ্য কাঁপাবে বৃষ্টি? পুজোর শেষে বঙ্গের দশা কী হবে? জেনে নিন আবহাওয়ার বড় আপডেট Gallery October 13, 2024 Bangla Digital Desk পুজোর দিনগুলিতে খুব একটা বেগ পেতে হয়নি বৃষ্টির জন্য। তবে বৃষ্টি এখনই সম্পূর্ণ বিদায় নিচ্ছে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। রবিবারও রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। দূরে সরছে বর্ষা। তবে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই। ফের সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। একাধিক সিস্টেম সক্রিয়। যাঁর জেরে আবহাওয়ার বিরাট বদলের আশঙ্কা। মৌসম ভবনের আপডেট অনুযায়ী, তামিলনাড়ু, অরুনাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের আরও কিছু অংশ, বিহারের কিছু অংশ এবং ঝাড়খণ্ডের অবশিষ্ট অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের জন্য পরিস্থিতি অনুকূল। তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। পূর্ব অসমের উপরে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে। মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাস বলছে ১২ অক্টোবরের কাছাকাছি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম মধ্যাঞ্চলে একটি উচ্চ বায়ু সম্পন্ন ঘূর্ণাবর্ত সঞ্চালন তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্ণাটক-গোয়া উপকূলে পূর্ব মধ্য আরব সাগরের উপর নিম্নচাপ এলাকাটি ১১ অক্টোবর থেকে গোয়া এবং উত্তর কর্ণাটক উপকূলে পূর্ব মধ্য আরব সাগরের উপরে অবস্থান করছে এর সঙ্গে সম্পর্কিত ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্তটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা এবং আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মধ্য আরব সাগরে এটি একটি নিম্নচাপে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও আসতে পারে বদল। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কার্নিভালের দিন মঙ্গলবার থেকে ফের হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে ওয়েদার রিপোর্ট। তবে পুজোর পরেই আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। আলিপুর জানাচ্ছে, আর দুদিনের মধ্যে বর্ষা বিদায় নিতে চলেছে বাংলা থেকেও।