কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
ব্যক্তিগত জীবনের কিছু সমস্যা উন্নতির প্রতিবন্ধক, তা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবতে হবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
সমস্যা থেকে পিছিয়ে আসা তা সমাধানের পথ নয়, বরং নতুন করে কোমর বেঁধে চেষ্টা করতে হবে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
ভবিষ্যতে কী ঘটতে চলেছে তা এখন অনুমান করা যাবে, সেই মতো নিজেকে প্রস্তুত রাখা দরকার।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
দ্বিধা আঁকড়ে বসে থাকলে চলবে না, এখন যে পদক্ষেপই হোক, তা নিশ্চিত সাফল্যের পথে নিয়ে যাবে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
বক্তব্য স্পষ্ট করে বলাই উচিত হবে, তাতে সমস্যাও কাটবে, শুধু গলা তোলা কোনও ভাবেই চলবে না।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
আবেগপ্রবণতা ঘিরে রাখবে দিনটিকে, খুব ছোট ছোট বিষয়ও মনখারাপের কারণ হয়ে উঠতে পারে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কৃতজ্ঞতাবোধেরও একটা সীমা রয়েছে, এটা উপলব্ধি করে এবার দায়বদ্ধতা ঝেড়ে ফেলার সময় এসেছে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
অপ্রত্যাশিত ঘটনার অভিঘাত বিচলিত করে তুলতে পারে, তবে তা নিয়ে চিন্তার প্রয়োজন নেই, শেষটা মধুরই হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
জীবন সন্তোষজনক দিকে মোড় নিতে চলেছে, তাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকতে হবে, সুযোগের সদ্ব্যবহার কাম্য।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
অন্যরকম ভাবে ভাবতে পারলে তবেই কার্যসিদ্ধি হবে, তা বহু আকাঙ্ক্ষিত সাফল্যও এনে দেবে কর্মক্ষেত্রে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
সাফল্য রয়েছে হাতের সামনেই, শুধু তা করায়ত্ত হলে নিজেকে একটু গুছিয়ে নিতে হবে, মন রাখতে হবে শান্ত।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
সবার সঙ্গে মিলেমিশে চলতে হবে, অহেতুক বিবাদে জড়িয়ে পড়লে তা দিন এবং মেজাজ দুই ভেস্তে দেবে।