কম্বোডিয়া: অক্টোবরের ১২ তারিখে কম্বোডিয়ায় ২৪ ক‍্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৪৭,৩৭৮.৪৩ KHR। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭২,০৬০ টাকা। অর্থাত্‍ ভারতের বেশ সস্তায় পাওয়া যাবে সোনা।

Gold Price Today: আরও কি দাম বেড়ে গেল সোনার ? দেখে নিন কলকাতায় কত হল

সামনেই ধনতেরস। তারপর দীপাবলি। এই সময় সোনা কেনার ধুম পড়ে যায়। পুজো কাটলেই আবার বিয়ের মরশুম। লক্ষ লক্ষ বিয়ের জন্য কোটি কোটি টাকার সোনা কেনাবেচা হবে।
সামনেই ধনতেরস। তারপর দীপাবলি। এই সময় সোনা কেনার ধুম পড়ে যায়। পুজো কাটলেই আবার বিয়ের মরশুম। লক্ষ লক্ষ বিয়ের জন্য কোটি কোটি টাকার সোনা কেনাবেচা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। দামও বাড়বে পাল্লা দিয়ে। বুলিয়ন বাজার চাঙ্গা হবে। এদিকে ইরান-ইজরায়েলের মধ্যে যে কোনও সময় যুদ্ধ লাগতে পারে। সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি এখন সোনা কিনে রাখার সঠিক সময় ? যদি তাই হয় তাহলে দোকানে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন সোনা ও রুপোর লেটেস্ট দাম ৷
বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। দামও বাড়বে পাল্লা দিয়ে। বুলিয়ন বাজার চাঙ্গা হবে। এদিকে ইরান-ইজরায়েলের মধ্যে যে কোনও সময় যুদ্ধ লাগতে পারে। সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি এখন সোনা কিনে রাখার সঠিক সময় ? যদি তাই হয় তাহলে দোকানে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন সোনা ও রুপোর লেটেস্ট দাম ৷
গত কয়েকদিনে আকাশছোঁয়া হয়ে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ছে।

গত কয়েকদিনে আকাশছোঁয়া হয়ে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ছে।
অনেকেই মনে করছেন আগামী দিনে সোনার দাম বেড়ে ৮২০০০ টাকা হতে পারে ৷ স্বাভাবিক ভাবেই সোনা কেনার হিড়িক বেড়ে গিয়েছে ৷

অনেকেই মনে করছেন আগামী দিনে সোনার দাম বেড়ে ৮২০০০ টাকা হতে পারে ৷ স্বাভাবিক ভাবেই সোনা কেনার হিড়িক বেড়ে গিয়েছে ৷
আজ অর্থাৎ সোমবার ১৪ অক্টোবর কত হল সোনালি ধাতুর দাম জেনে নিন ৷

আজ অর্থাৎ সোমবার ১৪ অক্টোবর কত হল সোনালি ধাতুর দাম জেনে নিন ৷
দেখে নিন সোনা ও রুপোর দাম-

দেখে নিন সোনা ও রুপোর দাম-
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷

গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)