জ্যোতিষকাহন Astrology: পূর্ণিমার আগেই চন্দ্রের গোচর! ‘অমলা যোগে’ ভাগ্য খুলবে ৪ রাশির, ধন সম্পদের বর্ষা, খুলবে সৌভাগ্যের দরজা Gallery October 14, 2024 Bangla Digital Desk জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী,অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ১৪ অক্টোবর দিনটি। রাশি পরিবর্তন করতে চলেছেন চন্দ্রদেব। যার প্রভাব সরাসরি পড়বে ১২ রাশির জাতক জাতিকার উপরে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১৪ অক্টোবর কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন চন্দ্রদেব। আবার দু’দিন পরেই ১৬ অক্টোবর শুরু হয়ে যাচ্ছে পূর্ণিমা তিথি, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। পূর্ণিমার আগেই চাঁদ শনিদেবের মূল ত্রিকোন রাশি কুম্ভে গমন করছে। আবার চাঁদের দশম ঘরে অবস্থান করছে শুক্র। যার ফলে গঠিত হবে অমল যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চাঁদের গমনের ফলে তৈরি হওয়া এই বিশেষ যোগের শুভ প্রভাব পড়তে চলেছে ৪ রাশির উপর। কপাল খুলবে এই ৪ রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকারা সুখবর পেতে পারেন। ব্যবসায়িকদের জন্য সময় অনুকূল। বিনিয়োগের সেরা সময়। যারা বিবাহিত নন তাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। কাজের প্রশংসা শুনতে পাবেন। মানসিক চাপ দূর হবে। সমাজে সম্মান পাবেন। কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। বিনিয়োগ লাভজনক হতে চলেছে। যেসব ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্য পেতে পারেন। পরিবারে পিতামাতার পূর্ণ সমর্থন থাকবে। প্রেম জীবনের সমস্যা দূর হবে। আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখের সময় আসছে চন্দ্রের গোচরে। বিনিয়োগে ভাল রিটার্ন পাবেন। যারা চাকরি খুঁজছেন তারা তাদের কাঙ্ক্ষিত চাকরির অফার পেতে পারেন। কর্মজীবনের ক্ষেত্রে আপনি নতুন সুযোগ পাবেন। কুম্ভ রাশি: চাঁদ নিজেই কুম্ভ রাশিতে প্রবেশ করছে। ফলে চলমান মানসিক সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে। চাকরিজীবীদের জন্য সময় ভাল। যারা পদোন্নতি পাননি তারা সুখবর পেতে পারেন। বেতন বৃদ্ধিও হতে পারে। বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে।(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)