ব্যবসা-বাণিজ্য Cheapest Gold: এই ৪ দেশে সবচেয়ে সস্তায় সোনা পাওয়া যায়, বেড়াতে গিয়ে কি কম দামে সোনা নিয়ে আসতে পারবেন? Gallery October 28, 2024 Bangla Digital Desk অনেকেই হয়তো অনেক দেশে ঘুরেছেন, কিন্তু এই তথ্য জানেন না। পৃথিবীতে এমন কিছু দেশ আছে, যেখানে খুব কম দামে সোনা পাওয়া যায়। এখান থেকে নিজেদের দেশে সস্তায় সোনা আনা যেতে পারে। শুধু মনে রাখতে হবে যে, নিজেদের দেশে সোনা ক্রয় করে আনতে গেলে কাস্টম ডিউটি দিতে হবে। সোনা এমন একটি জনপ্রিয় ধাতু, যা বেশি সংখ্যক লোক ক্রয় করতে চায়। ভারতীয় মহিলাদের মধ্যে সোনার জনপ্রিয়তা অনেক বেশি। বলা হয়, এই দেশের মহিলাদের কাছে এত সোনা আছে যে, তা বিক্রি করলে যে কোনও দেশের জিডিপির উন্নতি হতে পারে। কিন্তু, আমরা যদি সোনার দামের কথা বলি, তাহলে সোনার এখনকার দাম সকলের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এখন ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম প্রায় ৭৫ হাজার টাকা। কিন্তু, এর দাম যাই হোক না কেন, ভারতে উৎসবের সময় সোনা কেনা হয়। উৎসবের মরশুমে নানা দেশে বেড়াতেও যান অনেকে, সেখান থেকে নানা জিনিস কিনে নিয়ে আসেন। সেই তালিকায় সোনাও যে থাকে না, এমনটা কিন্তু নয়। অনেকের কাছেই শোনা যায় যে বেড়াতে গিয়ে তাঁরা সোনার গয়না কিনেছেন। এই সূত্রেই এবার আমরা সেই দেশগুলির কথা বলব, যেখানে সোনার দাম ভারতের চেয়ে কম। ফলে, সেখান থেকে সোনা কিনে আনা যেতেই পারে। দেখে নেওয়া যাক সেই সব দেশ কোনগুলো। ভুটান –প্রথমেই আসে ভুটান দেশের কথা। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে বেড়াতে আসেন। এই জায়গাটি ভ্রমণের জন্য লোকেদের মধ্যে বেশ বিখ্যাত হয়ে উঠেছে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এখানে ভ্রমণের মোট খরচ প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। মঠ থেকে মেঘের মধ্যে লুকানো পাহাড়, অবশ্যই সকলের হৃদয় জয় করবে। যদি সোনার কথা বলা হয়, তাহলে ভুটানে এক বছর আগে ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৩,৪৭৩.৮৪ টাকা, সেখানে আজ সোনার দাম ৫৮,৭২০ টাকা। এক বছরে এই দাম কিছুটা বেড়ে গেলেও, ভারতের তুলনায় অনেকটাই কম। আর সবথেকে ভাল কথা হল, সোনা এখানে করমুক্ত। দুবাই –যদি আমরা দুবাইয়ের কথা বলি, তাহলে এই জায়গাটি প্রতিটি ক্ষেত্রেই নিখুঁত। পর্যটনের ক্ষেত্রেই দেখা যাক বা উন্নত প্রযুক্তির দিক থেকে, এই জায়গাটি কখনও স্বপ্নের তালিকা থেকে বেরিয়ে আসে না। কেউ যদি এখানে যেতে চায়, তবে কিছু শীর্ষস্থানীয় স্থান দেখতে ভোলা উচিত নয়। যার মধ্যে বুর্জ খলিফাকে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসাবে বিবেচনা করা হয়। এখানকার বাকি ব্র্যান্ডগুলোও বিশ্বের প্রতিটি শপিং স্টোরকে ছাড়িয়ে যেতে পারে। জামাকাপড় ছাড়াও, দেইরা নামে সোনা কেনার একটি জায়গা রয়েছে, যেখানে গোল্ড সোক এলাকা সোনা কেনার জন্য বিখ্যাত বলে বিবেচিত হয়। এখানে সোনার দাম প্রতি গ্রাম ৩১৭ AED অর্থাৎ প্রতি ১০ গ্রাম ৭২,৪৩০ টাকা। থাইল্যান্ড –খুব কম লোকই জানেন যে, থাইল্যান্ডেও কম দামে সোনা পাওয়া যায়। কেউ যদি এখানে বেড়াতে যায়, তাহলে এর চেয়ে ভালো আর কী হতে পারে! কারণ এখান থেকে খুব কম দামে সোনা ক্রয় করা যেতে পারে। থাইল্যান্ডে কেউ ৭০ হাজার টাকা থেকে ১ লাখ টাকার মধ্যে আরামে ভ্রমণ করতে পারে। এখানে কম দামে সোনা পাওয়া যাবে। থাইল্যান্ডের চায়না টাউনের ইয়াওরাত রোড সোনা কেনার অন্যতম সেরা জায়গা। হংকং –হংকং-এ ক্রেতাদের আকর্ষণ করার জন্য অনেক কিছু আছে, পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাজসজ্জার সামগ্রী, সব কিছুই এই দেশে খুঁজে পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা, এই দেশের মতো ভারতে এত সস্তায় সোনা পাওয়া যাবে না। এখানে সোনার দাম প্রতি ১০ গ্রাম ৭০,৬৩০ টাকা। বিদেশ থেকে সোনা আনার নিয়ম –-বিদেশ থেকে সোনা আনার নিয়ম প্রতিটি বিদেশির জন্য আলাদা হতে পারে, তবে ভারতে সোনা আনার কিছু নিয়ম সবার জন্য একই –– যাত্রীদের আনা সোনার শুল্ক পরিবর্তনযোগ্য মুদ্রায় পরিশোধ করতে হবে। – শুধু সোনার এই চার্জ দিলেই হবে না, অবশ্যই একটি ভারতীয় পাসপোর্ট থাকতে হবে।– কেউ যদি ৬ মাসের মধ্যে মোট এক মাসের জন্য বিদেশ ভ্রমণ থেকে ফিরে আসে, তাহলে সরকার ৩৮.৫ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করবে।