সামনেই অস্ট্রেলিয়া সফর। তার আগে ভারতীয় দলের এই হার চিন্তায় ফেলেছে সৌরভকেও। তিনি অবশ্য রোহিতদের এমন শোচনীয় হারের কারণ খুঁজে পাননি। তবে একখানা প্রশ্ন তুলেছেন।

আইপিএলে আর নেই সৌরভ! দাদাকে দায়িত্ব থেকে সরিয়ে দিল দিল্লি!

দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কি তা হলে আইপিএলে সব সম্পর্ক চুকেবুকে গেল সৌরভের! কারণ দাদা আর দিল্লির ক্রিকেট ডিরেক্টর পদে থাকছেন না।
দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কি তা হলে আইপিএলে সব সম্পর্ক চুকেবুকে গেল সৌরভের! কারণ দাদা আর দিল্লির ক্রিকেট ডিরেক্টর পদে থাকছেন না।
সৌরভ এবার উইমেন্স প্রিমিয়র লিগের (WPL) দলের দায়িত্বে থাকবেন। মহিলা দলের ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে থাকবেন।
সৌরভ এবার উইমেন্স প্রিমিয়র লিগের (WPL) দলের দায়িত্বে থাকবেন। মহিলা দলের ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে থাকবেন।
অর্থাৎ, আইপিএলের দিল্লি ডিরেক্টর থাকছেন না সৌরভ। দিল্লি দলের মালিকানা আগামী দু বছরের জন্য আরেক গোষ্ঠী চালাবে। GMR গ্রুপ তারা দু'বছর দায়িত্ব সামলাবে। তারা ডিরেক্টর করছে প্রাক্তন ক্রিকেটার বেণুগোপাল রাওকে।
অর্থাৎ, আইপিএলের দিল্লি ডিরেক্টর থাকছেন না সৌরভ। দিল্লি দলের মালিকানা আগামী দু বছরের জন্য আরেক গোষ্ঠী চালাবে। GMR গ্রুপ তারা দু’বছর দায়িত্ব সামলাবে। তারা ডিরেক্টর করছে প্রাক্তন ক্রিকেটার বেণুগোপাল রাওকে।
JSW শেয়ারহোল্ডার সৌরভ। তারাই সৌরভকে ডিরেক্টর নিয়োগ করেছিল। তবে এই গোষ্ঠী দু বছরের জন্য না থাকায় সৌরভ থাকছেন না বলেই খবর। আইপিএলে দিল্লির নতুন কোচ হচ্ছেন হেমঙ্গ বাদানি।
JSW শেয়ারহোল্ডার সৌরভ। তারাই সৌরভকে ডিরেক্টর নিয়োগ করেছিল। তবে এই গোষ্ঠী দু বছরের জন্য না থাকায় সৌরভ থাকছেন না বলেই খবর। আইপিএলে দিল্লির নতুন কোচ হচ্ছেন হেমঙ্গ বাদানি।
সৌরভের বদলে দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট হচ্ছেন বেণুগোপাল রাও। এর আগে রিকি পন্টিংকেও কোচের পদ থেকে সরিয়ে দিয়েছিল দিল্লি।
সৌরভের বদলে দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট হচ্ছেন বেণুগোপাল রাও। এর আগে রিকি পন্টিংকেও কোচের পদ থেকে সরিয়ে দিয়েছিল দিল্লি।
উল্লেখ্য, ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা হিসেবে যোগ দেন সৌরভ। ২০২৩ সালের আইপিএলের আগে 'ডিরেক্টর অফ ক্রিকেট' হিসেবে দায়িত্ব পান তিনি। এর পর দিল্লি আর প্লে-অফে উঠতে পারেননি। ২০২৩ সালে নবম স্থানে শেষ করেছিল তারা। ২০২৪ আইপিএলে ষষ্ঠ স্থানে শেষ করে দিল্লি।
উল্লেখ্য, ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা হিসেবে যোগ দেন সৌরভ। ২০২৩ সালের আইপিএলের আগে ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হিসেবে দায়িত্ব পান তিনি। এর পর দিল্লি আর প্লে-অফে উঠতে পারেননি। ২০২৩ সালে নবম স্থানে শেষ করেছিল তারা। ২০২৪ আইপিএলে ষষ্ঠ স্থানে শেষ করে দিল্লি।