মুম্বই: আর দেখা যাবে না অক্ষয় কুমারের ধূমপান বিরোধী সেই বিখ্যাত বিজ্ঞাপন। আমজনতার কাছে যা ‘নান্দু অ্যাড’ নামে পরিচিত।সিনেমা হলে ছবি শুরুর আগে নিয়ম করে দেখানো হত অক্ষয় অভিনীত এই বিজ্ঞাপন। চলত টিভিতেও। সম্প্রতি সিবিএফসি এই বিজ্ঞাপন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে এমনটাই।
‘নান্দু অ্যাড’-এর বয়স প্রায় ৬ বছর। সিনেমা হলে প্রথম এই বিজ্ঞাপন দেখানো হয়েছিল। কিন্তু এতদিন বাদে সেন্সর বোর্ড কেন হঠাত বিজ্ঞাপন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল, তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, এর বদলে একটি নতুন তামাক-বিরোধী বিজ্ঞাপন লঞ্চ করা হবে।
আরও পড়ুন– ১০ টাকার এই কয়েন রয়েছে? মুহূর্তে বদলে যাবে ভাগ্য… বিরাট সুখবর আপনার জন্য, কী করতে হবে জানুন
বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত মাসেই অক্ষয় কুমারের বিজ্ঞাপন সরানোর সিদ্ধান্ত নিয়েছিল সেন্সর বোর্ড। এতদিনে তা প্রকাশ্যে এল। নতুন বিজ্ঞাপনে তামাক ছাড়ার ইতিবাচক দিকগুলি তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।
মাল্টিপ্লেক্সের এক আধিকারিক মনে করেন, আমজনতার স্মৃতিতে চিরকাল এই বিজ্ঞাপন রয়ে যাবে। তিনি বলেছেন, “এটা আমার সবচেয়ে প্রিয় ধূমপান-রোধী বিজ্ঞাপন ছিল। কোনও অস্বস্তিকর ভিজ্যুয়াল নেই। অথচ নিপুণ দক্ষতায় গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছে। অনেক সিনেমাতেও এই বিজ্ঞাপনের সংলাপ ব্যবহার করে হয়েছে। এমনটা খুব কমই দেখা যায়। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ গত ৬ বছর ধরে বিজ্ঞাপনটা দেখছেন। সব সংলাপ তাঁদের মুখস্থ। আমার মনে হয়, সিনেমাপ্রেমী দর্শকরা এই বিজ্ঞাপন মিস করবেন।“
আরও পড়ুন– দিঘার সমুদ্রে দানবীয়…! ছুটে এল কাতারে কাতারে মানুষ, ভয়ঙ্কর দৃশ্য দেখলে আঁতকে উঠবেন আপনিও
কী ছিল এই বিজ্ঞাপনে? বিজ্ঞাপনে দুটি চরিত্র – অক্ষয় কুমার এবং অজয় সিং পাল। নান্দুর চরিত্রে অভিনয় করেছিলেন অজয়। বিজ্ঞাপনে দেখানো হয়, নান্দুর স্ত্রী হাসপাতালে ভর্তি। হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে উদ্বিগ্ন মুখে সিগারেট টানছেন তিনি। তখনই সাইকেল চালিয়ে সেখানে উপস্থিত হন অক্ষয় কুমার। নান্দুকে জিজ্ঞাসা করেন, “কী ব্যাপার, এখানে?” নান্দু সিগারেটে টান দিয়ে বলেন, “স্ত্রী ভর্তি। ওই মেয়েলি সমস্যা।“ তখন স্যানিটারি ন্যাপকিন নান্দুর হাতে দিয়ে অক্ষয় বলেন, “১০ টাকা দিয়ে সিগারেট না ফুঁকে স্ত্রীকে স্যানিটারি ন্যাপকিন কিনে দিন। সিগারেট ফুঁকে কেউ হিরো হয় না। ওই টাকায় দুটি জীবন বাঁচবে।“
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’। মহিলাদের পিরিয়ড এবং তৎসংক্রান্ত স্বাস্থ্য সমস্যা নিয়ে তৈরি এই ছবি মুক্তির কিছুদিন পরেই এই বিজ্ঞাপন রিলিজ করে। ২০১২ সালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে সিনেমা হলগুলিতে ধূমপান বিরোধী বিজ্ঞাপন চালানো বাধ্যতামূলক করা হয়েছিল। ছবি শুরুর আগে এবং ইন্টারমিশনে দেখাতে হত এই ধরণের বিজ্ঞাপন। ‘নান্দু অ্যাড’ আসার পর থেকে হলগুলিতে এই বিজ্ঞাপনই চালাতেন হল মালিকরা। এবার থেকে অন্য বিজ্ঞাপন চলবে।