দেশ Bomb Threat In Flight: দেশে আরও ৯টি উড়ানে বোমাতঙ্ক! এক সপ্তাহে এই নিয়ে ৩০ বার! অপরাধীদের কড়া সাজা দেওয়ার কথা ভাবছে সরকার Gallery October 18, 2024 Bangla Digital Desk একের পর এক উড়ানে বোমাতঙ্ক। বৃহস্পতিবার যার জেরে ছড়াল তীব্র চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায় অন্তত ৯টি বিমানে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। এর মধ্যে রয়েছে ৫টি এয়ার ইন্ডিয়ার বিমান, ২টি ভিস্তারার বিমান এবং ১টি ইন্ডিগোর বিমান। চলতি সপ্তাহে এই নিয়ে মোট ৩০টি বিমানে এমন বোমাতঙ্কের খবর মিলেছে। বৃহস্পতিবার সকালের দিকে মুম্বইগামী ভিস্তারা উড়ান রওনা দিয়েছিল ১৪৭ জন আরোহী নিয়ে। কিন্তু আচমকা বোমাতঙ্কের খবর আসায় উড়ানটিকে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে জরুরিকালীন অবতরণ করানো হয়। এক বিবৃতিতে ভিস্তারা জানিয়েছে যে, ফ্র্যাঙ্কফুর্ট-মুম্বই উড়ানে সিকিউরিটি অ্যালার্ট জারি হয়। কিন্তু তা নিরাপদেই অবতরণ করেছেন। বিমান সংস্থার বক্তব্য, ভিস্তারা উড়ান ইউকে ০২৮ ফ্র্যাঙ্কফুর্ট থেকে মুম্বই আসছিল ১৬ অক্টোবর, ২০২৪ তারিখে। সোশ্যাল মিডিয়ায় আচমকাই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এয়ার ইন্ডিয়ার এক আধিকারিকের বক্তব্য তুলে ধরা হয়েছে এনডিটিভি প্রতিবেদনে। ওই আধিকারিক বলেন যে, আজ সোশ্যাল মিডিয়ায় ৫টি এয়ার ইন্ডিয়া উড়ানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এগুলি নিয়ন্ত্রক সংস্থাগুলিকে যথাযথ ভাবে রিপোর্ট করা হয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলির নির্দেশ অনুসারে সমস্ত নির্ধারিত পদ্ধতি কঠোর ভাবে অনুসরণ করা হয়েছিল। ৫টি উড়ানকেই নিরাপদে নামানো হয়েছে। যাত্রী এবং তাঁদের নিরাপত্তার জন্য অঙ্গীকারবদ্ধ এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার অফিসিয়াল সূত্রের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহে যে ১০টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে বোমাতঙ্ক ছড়িয়েছিল, তাদের সাসপেন্ড অথবা ব্লক করা হয়েছে সাইবার সিকিউরিটি এজেন্সির তরফে। সাইবার, অ্যাভিয়েশন সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স এজেন্সি মিলে এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডল বিশ্লেষণ করছে। বুধবার ১৮৪ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরুগামী আকাসা এয়ার উড়ান কিউপি১৩৩৫ রওনা হয়েছিল। আচমকাই এমার্জেন্সি ঘোষণা করে দিল্লি ফিরে যায়। এর কয়েক মিনিটের মধ্যেই মুম্বই থেকে দিল্লিগামী ইন্ডিগো উড়ানকেও একই কারণে আহমেদাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সোমবার থেকে শুরু হয়েছিল এহেন বোমাতঙ্ক। পর পর তিনটি আন্তর্জাতিক উড়ানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার আরও ১০টি উড়ানে বোমাতঙ্ক হয়। এরপর বুধবার অন্তত ৭টি উড়ানো ছড়ায় বোমাতঙ্ক। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু বলেন যে, প্রাথমিক তদন্তে তো কোনও রকম ষড়যন্ত্রের তথ্য মেলেনি। বেশিরভাগ উড়ো ফোন করেছিল কমবয়সী এবং প্র্যাঙ্কস্টাররা। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের শীর্ষ সূত্রের মতে, নিরাপত্তা সংস্থা-সহ ভিন্ন ভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কয়েক দফার বৈঠক হয়েছে। এয়ারলাইন্সে যাতে এই ধরনের উড়ো বোমাতঙ্ক না আসে, তা প্রতিরোধ করার জন্য কঠোর নিয়ম বলবৎ করার পরিকল্পনা করছে মন্ত্রক। এমনকী আপরাধীদের নো-ফ্লাই লিস্টে অন্তর্ভুক্ত করারও পরিকল্পনা রয়েছে। যার জেরে এহেন অপরাধপ্রবণ মানুষ কোনও উড়ানেই ভ্রমণ করতে পারবে না।