ব্যবসা-বাণিজ্য Gold Price Today: হু হু করে বেড়েই চলেছে দাম, দেখে নিন কলকাতায় কত হল সোনার দাম Gallery October 18, 2024 Bangla Digital Desk কমার কোনও লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে সোনার দাম ৷ হু হু করে বেড়েই চলেছে সোনালি ধাতুর দাম ৷ এই উৎসবের মরশুমে সোনার দাম সব রেকর্ড ভেঙে দিয়েছে। জনপ্রিয় এই হলুদ ধাতুর প্রতি বিনিয়োগকারী ও গ্রাহকদের আগ্রহ অনেকটাই বেড়েছে। আমেরিকার মুদ্রানীতিতে সম্ভাব্য পরিবর্তন এবং বৈশ্বিক উত্তেজনা সোনার চাহিদাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। দিওয়ালি এবং ধনতেরসের মতো উৎসবের কারণে ভারতেও এর ভাল চাহিদা রয়েছে। সামনেই ধনতেরস। তারপর দীপাবলি। এই সময় সোনা কেনার ধুম পড়ে যায়। পুজো কাটলেই আবার বিয়ের মরশুম। লক্ষ লক্ষ বিয়ের জন্য কোটি কোটি টাকার সোনা কেনাবেচা হবে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। দামও বাড়বে পাল্লা দিয়ে। বুলিয়ন বাজার চাঙ্গা হবে। এদিকে ইরান-ইজরায়েলের মধ্যে যে কোনও সময় যুদ্ধ লাগতে পারে। সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি এখন সোনা কিনে রাখার সঠিক সময় ? যদি তাই হয় তাহলে দোকানে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন সোনা ও রুপোর লেটেস্ট দাম ৷ আজ অর্থাৎ শুক্রবার ১৮ অক্টোবর কত হল সোনালি ধাতুর দাম দেখে নিন ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷ তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)