Bank Holiday : এই শনিবার কি বন্ধ থাকবে ব্যাঙ্ক ? বাড়ি থেকে বেরনোর আগে জেনে রাখুন

ন্যাশনাল হলিডেতে দেশের সব ব্যাঙ্কেই ছুটি থাকে। এছাড়া বিভিন্ন রাজ্যের নির্দিষ্ট ছুটি অনুযায়ী সেই রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকে। এর সঙ্গে রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পান ব্যাঙ্ক কর্মীরা।
ন্যাশনাল হলিডেতে দেশের সব ব্যাঙ্কেই ছুটি থাকে। এছাড়া বিভিন্ন রাজ্যের নির্দিষ্ট ছুটি অনুযায়ী সেই রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকে। এর সঙ্গে রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পান ব্যাঙ্ক কর্মীরা।
১৯ অক্টোবর কী ব্যাঙ্ক বন্ধ থাকবে: ১৯ অক্টোবর অর্থাৎ এই শনিবার ব্যাঙ্ক খোলা থাকবে। কারণ এটি মাসের তৃতীয় শনিবার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, প্রথম, তৃতীয় এবং পঞ্চম শনিবার হল কর্মদিবস। ব্যাঙ্কে স্বাভাবিক কাজকর্ম হবে। যদি না আরবিআই ছুটি ঘোষণা করে।
১৯ অক্টোবর কী ব্যাঙ্ক বন্ধ থাকবে: ১৯ অক্টোবর অর্থাৎ এই শনিবার ব্যাঙ্ক খোলা থাকবে। কারণ এটি মাসের তৃতীয় শনিবার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, প্রথম, তৃতীয় এবং পঞ্চম শনিবার হল কর্মদিবস। ব্যাঙ্কে স্বাভাবিক কাজকর্ম হবে। যদি না আরবিআই ছুটি ঘোষণা করে।
অন্যান্য ছুটি: বিভিন্ন রাজ্যে নির্দিষ্ট ছুটির কারণে অক্টোবরে রাজ্য ভেদে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে মহাত্মা গান্ধী জয়ন্তী/মহালয়া অমাবস্যা, নবরাত্রি, দুর্গা পূজো উপলক্ষ্যে সপ্তমী থেকে বিজয় দশমী পর্যন্ত, দশঘর পূজা, মহর্ষি বাল্মীকি জয়ন্তী/কাটি বিহু, যোগদান দিবস, দিওয়ালি (দীপাবলি)/কালী পূজো/সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন/নরকা চতুর্দশী এবং অক্টোবরে যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন হবে সেই রাজ্যগুলিতে ব্যাঙ্ক ছুটি থাকবে।
অন্যান্য ছুটি: বিভিন্ন রাজ্যে নির্দিষ্ট ছুটির কারণে অক্টোবরে রাজ্য ভেদে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে মহাত্মা গান্ধী জয়ন্তী/মহালয়া অমাবস্যা, নবরাত্রি, দুর্গা পূজো উপলক্ষ্যে সপ্তমী থেকে বিজয় দশমী পর্যন্ত, দশঘর পূজা, মহর্ষি বাল্মীকি জয়ন্তী/কাটি বিহু, যোগদান দিবস, দিওয়ালি (দীপাবলি)/কালী পূজো/সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন/নরকা চতুর্দশী এবং অক্টোবরে যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন হবে সেই রাজ্যগুলিতে ব্যাঙ্ক ছুটি থাকবে।
আগামী দিনে উৎসব উপলক্ষ্যে ব্যাঙ্ক ছুটির তালিকা: ২৬ অক্টোবর যোগদান দিবস উপলক্ষ্যে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আগামী দিনে উৎসব উপলক্ষ্যে ব্যাঙ্ক ছুটির তালিকা: ২৬ অক্টোবর যোগদান দিবস উপলক্ষ্যে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
দিওয়ালি (দীপাবলি), কালী পুজো, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন এবং নরকা চতুর্দশী উপলক্ষ্যে ত্রিপুরা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, সিকিম, মণিপুর, মেঘালয় ছাড়া বেশিরভাগ রাজ্যেই ব্যাঙ্কে ছুটি থাকবে।
দিওয়ালি (দীপাবলি), কালী পুজো, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন এবং নরকা চতুর্দশী উপলক্ষ্যে ত্রিপুরা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, সিকিম, মণিপুর, মেঘালয় ছাড়া বেশিরভাগ রাজ্যেই ব্যাঙ্কে ছুটি থাকবে।
ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং চালু থাকবে প্রতিদিনই। গ্রাহকরা যে কোনও সময় ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধা নিতে পারবেন। কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে যে কোনও সময় যে কোনও জায়গা থেকে অ্যাকাউন্টে অ্যাক্সেস এবং লেনদেন করতে পারবেন গ্রাহকরা। বিল পেমেন্ট, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক, ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন বা ফান্ড ট্রান্সফার করতে পারবেন অনায়াসে।
ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং চালু থাকবে প্রতিদিনই। গ্রাহকরা যে কোনও সময় ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধা নিতে পারবেন। কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে যে কোনও সময় যে কোনও জায়গা থেকে অ্যাকাউন্টে অ্যাক্সেস এবং লেনদেন করতে পারবেন গ্রাহকরা। বিল পেমেন্ট, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক, ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন বা ফান্ড ট্রান্সফার করতে পারবেন অনায়াসে।
ডিজিটাল ব্যাঙ্কিং সুবিধাজনক হলেও প্রতারণার ঝুঁকি থাকে। তাই লেনদেনের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন টেক বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আর্থিক তথ্য বুঝেশুনে দেওয়া উচিত। বিশেষ করে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য কারও সঙ্গে ভাগ করা উচিত নয়।
ডিজিটাল ব্যাঙ্কিং সুবিধাজনক হলেও প্রতারণার ঝুঁকি থাকে। তাই লেনদেনের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন টেক বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আর্থিক তথ্য বুঝেশুনে দেওয়া উচিত। বিশেষ করে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য কারও সঙ্গে ভাগ করা উচিত নয়।
অজানা লিঙ্ক বা অ্যাপ ডাউনলোড করা যাবে না। এক মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। কোনও ইমেল বা এসএমএস এলে সতর্ক থাকতে হবে। ইউপিআই-তে ‘কালেক্ট রিকোয়েস্ট’-এর অপব্যবহার করে জাল এসএমএস পাঠানো হয়। এ থেকেও সতর্ক থাকতে হবে। তাছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ইদানীং জালিয়াতি হচ্ছে। খেয়াল রাখতে হবে তাও।
অজানা লিঙ্ক বা অ্যাপ ডাউনলোড করা যাবে না। এক মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। কোনও ইমেল বা এসএমএস এলে সতর্ক থাকতে হবে। ইউপিআই-তে ‘কালেক্ট রিকোয়েস্ট’-এর অপব্যবহার করে জাল এসএমএস পাঠানো হয়। এ থেকেও সতর্ক থাকতে হবে। তাছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ইদানীং জালিয়াতি হচ্ছে। খেয়াল রাখতে হবে তাও।