পরের ঘূর্ণিঝড়ের নাম কী?

Cyclone Alert: বাংলাদেশ না ওড়িশা কোথায় হতে পারে ল্যান্ডফল, ঝড় বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে আছড়ে পড়তে পারে ১৫০কিমি/ঘণ্টা গতিতে

: মৌসম বিভাগ এখনও সাইক্লোন তৈরি হচ্ছে এমন পূর্বাভাস না দিলেও বিদেশের একাধিক আবহাওয়া বিভাগ জানাচ্ছে বঙ্গোপসাগরে আগামী ২৩-২৪ তারিখ সাইক্লোন তৈরি হতে পারে৷ যদি সাইক্লোনটি তৈরি হয় তাহলে নাম হবে ডানা৷ আবহাওয়া সংস্থার সাইক্লোন অ্যালার্ট অনুসারে ২৩ অক্টোবর নিম্নচাপ তৈরি হবে৷ সেটি আগামী ২৩-২৪ তারিখ নাদাদ একটি শক্তিশালী সাইক্লোনে পরিণত হবে৷ Photo- Collected 
: মৌসম বিভাগ এখনও সাইক্লোন তৈরি হচ্ছে এমন পূর্বাভাস না দিলেও বিদেশের একাধিক আবহাওয়া বিভাগ জানাচ্ছে বঙ্গোপসাগরে আগামী ২৩-২৪ তারিখ সাইক্লোন তৈরি হতে পারে৷ যদি সাইক্লোনটি তৈরি হয় তাহলে নাম হবে ডানা৷ আবহাওয়া সংস্থার সাইক্লোন অ্যালার্ট অনুসারে ২৩ অক্টোবর নিম্নচাপ তৈরি হবে৷ সেটি আগামী ২৩-২৪ তারিখ নাদাদ একটি শক্তিশালী সাইক্লোনে পরিণত হবে৷ Photo- Collected
ইউরোপ ও আমেরিকার মডেল অনুসারে দুটি সম্ভাব্য গতিপথ হতে পারে সাইক্লোনটির৷ যদি বাংলাদেশের বরিশাল এবং খুলনা ডিভিসনের কোনও স্থানে ল্যান্ডফল হতে পারে৷ সেক্ষেত্রে ঝড়ের গতিবেগ হতে পারে ১০০-১২০ কিমি প্রতি ঘণ্টা৷
ইউরোপ ও আমেরিকার মডেল অনুসারে দুটি সম্ভাব্য গতিপথ হতে পারে সাইক্লোনটির৷ যদি বাংলাদেশের বরিশাল এবং খুলনা ডিভিসনের কোনও স্থানে ল্যান্ডফল হতে পারে৷ সেক্ষেত্রে ঝড়ের গতিবেগ হতে পারে ১০০-১২০ কিমি প্রতি ঘণ্টা৷
অন্যদিকে যদি ওড়িশা অভিমুখে এই সাইক্লোন যায় তাহলে ঝড়ের গতিবেগ ১৩০-১৫০ কিমি প্রতি ঘণ্টা গতি হতে পারে৷ যদি সাইক্লোনটি তৈরি হয় তাহলে সাইক্লোন ডানা হবে৷ এই সাইক্লোনের নাম দিয়েছে কাতার৷
অন্যদিকে যদি ওড়িশা অভিমুখে এই সাইক্লোন যায় তাহলে ঝড়ের গতিবেগ ১৩০-১৫০ কিমি প্রতি ঘণ্টা গতি হতে পারে৷ যদি সাইক্লোনটি তৈরি হয় তাহলে সাইক্লোন ডানা হবে৷ এই সাইক্লোনের নাম দিয়েছে কাতার৷
: বঙ্গোপসাগরে ফের কোন তোলপাড়ের অশনি৷ আইএমডি -র পূর্বাভাস অনুসারে ফের নতুন একটি সিস্টেম তৈরি হতে পারে৷  যে সিস্টেমটি ২৪ অক্টোবরের কাছাকাছি এটি নিম্নচাপে তীব্র হতে পারে। Photo- File
: বঙ্গোপসাগরে ফের কোন তোলপাড়ের অশনি৷ আইএমডি -র পূর্বাভাস অনুসারে ফের নতুন একটি সিস্টেম তৈরি হতে পারে৷  যে সিস্টেমটি ২৪ অক্টোবরের কাছাকাছি এটি নিম্নচাপে তীব্র হতে পারে। Photo- File
আইএমডি-নিম্নচাপ তৈরি নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ওই নির্দিষ্ট সময়ে ফের একবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না করেছে৷ Photo- File
আইএমডি-নিম্নচাপ তৈরি নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ওই নির্দিষ্ট সময়ে ফের একবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না করেছে৷ Photo- File
এদিকে ডাউন টু আর্থ নামের একটি ওয়েদার ওয়েবসাইটের পূর্বাভাস অনুসারে  আগামী সপ্তাহে ভারতের পূর্ব উপকূল ঘূর্ণিঝড়ের প্রকোপে পড়তে পারে৷ Photo- File
এদিকে ডাউন টু আর্থ নামের একটি ওয়েদার ওয়েবসাইটের পূর্বাভাস অনুসারে  আগামী সপ্তাহে ভারতের পূর্ব উপকূল ঘূর্ণিঝড়ের প্রকোপে পড়তে পারে৷ Photo- File
কিন্তু সিস্টেমের তীব্রতা এবং ট্র্যাক এই সময়ে অনিশ্চিত রয়ে গেছে কারণ বিভিন্ন আবহাওয়া মডেল এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরির পূর্বাভাসে ভিন্ন। Photo- File
কিন্তু সিস্টেমের তীব্রতা এবং ট্র্যাক এই সময়ে অনিশ্চিত রয়ে গেছে কারণ বিভিন্ন আবহাওয়া মডেল এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরির পূর্বাভাসে ভিন্ন। Photo- File
মৌসুমী সাইক্লোন পরবর্তী সময়ে উত্তর ভারত মহাসাগরে তৃতীয় নিম্নচাপ সিস্টেম তৈরি হয়েছে, যা দ্বিতীয় নিম্নচাপ তৈরির যখন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ পার করল তার পরেই হয়েছে৷ এর ফলে অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে ১৭ তারিখ থেকে বৃষ্টি হচ্ছে৷ Photo- File
মৌসুমী সাইক্লোন পরবর্তী সময়ে উত্তর ভারত মহাসাগরে তৃতীয় নিম্নচাপ সিস্টেম তৈরি হয়েছে, যা দ্বিতীয় নিম্নচাপ তৈরির যখন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ পার করল তার পরেই হয়েছে৷ এর ফলে অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে ১৭ তারিখ থেকে বৃষ্টি হচ্ছে৷ Photo- File
আইএমডি বিজ্ঞানীদের পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরের সাম্প্রতিক উষ্ণতা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং ৩২ ডিগ্রি সেলসিয়াস যার জেরে সাইক্লোনের পরিস্থিতি তৈরি হতে পারে৷ Photo- File
আইএমডি বিজ্ঞানীদের পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরের সাম্প্রতিক উষ্ণতা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং ৩২ ডিগ্রি সেলসিয়াস যার জেরে সাইক্লোনের পরিস্থিতি তৈরি হতে পারে৷ Photo- File
আইএমডি -র রিসার্চ অনুসারে অক্টোবরের ২৩-২৪ নাগাদ বঙ্গোপসাগর এবং আরব সাগরে ক্রমশ সাইক্লোনিক অ্যাকটিভিটি হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে৷ Photo- File
আইএমডি -র রিসার্চ অনুসারে অক্টোবরের ২৩-২৪ নাগাদ বঙ্গোপসাগর এবং আরব সাগরে ক্রমশ সাইক্লোনিক অ্যাকটিভিটি হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে৷ Photo- File
উত্তর আন্দামান সাগরের আশেপাশে অক্টোবরের ২০ তারিখ সাইক্লোন তৈরির পরিস্থিতি আছে৷ যেটা আস্তে আস্তে ওড়িশার দিকে আসতে পারে৷ Photo- File
উত্তর আন্দামান সাগরের আশেপাশে অক্টোবরের ২০ তারিখ সাইক্লোন তৈরির পরিস্থিতি আছে৷ যেটা আস্তে আস্তে ওড়িশার দিকে আসতে পারে৷ Photo- File
তবে আরব সাগরের থেকে বঙ্গোপসাগরের উষ্ণতা এই মুহূর্তে বেশি রয়েছে তাই বঙ্গোপসাগরের খাঁড়িতেই ঘূর্ণাবর্ত  কিম্বা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে৷ Photo- File
তবে আরব সাগরের থেকে বঙ্গোপসাগরের উষ্ণতা এই মুহূর্তে বেশি রয়েছে তাই বঙ্গোপসাগরের খাঁড়িতেই ঘূর্ণাবর্ত  কিম্বা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে৷ Photo- File
আইএমডি-র মতে অবশ্য সাইক্লোজেনেসিসের সম্ভবনা অর্থাৎ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা খানিকটা কম৷ তবে হলেও সেটা ১৭ তারিখ থেকে ৬-৭ দিনের মধ্যে হতে পারে৷ এটা থেকে স্টর্ম সিস্টেমও তৈরি হতে পারে৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের মতে উত্তর আন্দামান সাগরে এই ধরমের পরিস্থিতি তৈরি হতে পারে৷ Photo- File
আইএমডি-র মতে অবশ্য সাইক্লোজেনেসিসের সম্ভবনা অর্থাৎ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা খানিকটা কম৷ তবে হলেও সেটা ১৭ তারিখ থেকে ৬-৭ দিনের মধ্যে হতে পারে৷ এটা থেকে স্টর্ম সিস্টেমও তৈরি হতে পারে৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের মতে উত্তর আন্দামান সাগরে এই ধরমের পরিস্থিতি তৈরি হতে পারে৷ Photo- File
জিএফএসের মতে অক্টোবরের ২১ তারিখ নাগাদ ফের নিম্নচাপ তৈরি হতে পারে৷ যা শক্তিবৃদ্ধি করে অক্টোবরের ২২ তারিখ নাগাদ  সাইক্লোনে পরিণত হতে পারে৷ Photo- File
জিএফএসের মতে অক্টোবরের ২১ তারিখ নাগাদ ফের নিম্নচাপ তৈরি হতে পারে৷ যা শক্তিবৃদ্ধি করে অক্টোবরের ২২ তারিখ নাগাদ  সাইক্লোনে পরিণত হতে পারে৷ Photo- File
অন্যদিকে উইন্ডি যে পরিসংখ্যানের ভিত্তিতে কাজ করে তা ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট বা ইসিএমডাব্লুএফ৷ এর পূর্বাভাস অনুসারে ২২ অক্টোবর নাগাদ একটি দুর্বল নিম্নচাপ তৈরি হতে পারে৷ Photo Courtsey- Windy
অন্যদিকে উইন্ডি যে পরিসংখ্যানের ভিত্তিতে কাজ করে তা ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট বা ইসিএমডাব্লুএফ৷ এর পূর্বাভাস অনুসারে ২২ অক্টোবর নাগাদ একটি দুর্বল নিম্নচাপ তৈরি হতে পারে৷ Photo Courtsey- Windy
ফলে ঠিক কবে নাগাদ বা কতটা জোরালো ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে৷ Photo- File
ফলে ঠিক কবে নাগাদ বা কতটা জোরালো ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে৷ Photo- File