দেশ IMD Cyclone Dana Update: ঘূর্ণিঝড় ‘দানা’র ভাবগতিক ভাল না, গভীর নিম্নচাপ হয়ে ভাসাতে পারে বাংলা! কবে? আবহাওয়ার বড় খবর Gallery October 20, 2024 Bangla Digital Desk দুর্গাপুজো কেটে গিয়ে এবার কালীপুজো-ভাইফোঁটার উৎসব। তবে তারই মধ্যে ফের ঘূর্ণিঝড় ‘দানা’-র আশঙ্কা। যার জেরে গভীর নিম্নচাপে টানা বৃষ্টি হতে পারে বাংলায়। আইএমডি জানিয়েছে, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ঘূর্ণিঝড় রূপে ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। সোমবারের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে। উত্তর অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে এই গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আইএমডি-র দাবি, উত্তর আন্দামান সাগর লাগোয়া বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। ২১ অক্টোবর সেই নিম্নচাপের জেরে উত্তর-পশ্চিমে প্রভাব পড়বে। ২৩ অক্টোবর থেকে টানা বৃষ্টি হতে পারে। আশঙ্কা বাড়িয়ে শনিবার রাতেই আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা ঘূর্ণিঝড়ের আকার নিয়ে আগামী বৃহস্পতিবার আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গের উপকূলে। যার জেরে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডের একাংশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশেও। সমুদ্রে জেগেছে এক ভয়ানক দানব! এই সাইক্লোনের নাম দানা। ঘূর্ণিঝড় দানা সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতে মুষলধারে বৃষ্টি হতে পারে। এই ঘূর্ণিঝড়টি ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, বাংলাদেশ ও মায়ানমার। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দফতরের। মঙ্গল ও বুধবার মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৫৫ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল থাকবে। বুধবার থেকে উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতেও মানা মৎস্যজীবীদের।