দুর্গাপুজো শেষে সামনেই আসছে আলোর উৎসব দীপাবলি, এই সময় আলোর উৎসবের পাশাপাশি বিশেষ মুহূর্তে পুজো করলে শুভ ফলও পাওয়া যায়। প্রতীকী ছবি

Diwali 2024: আসছে দীপাবলি ঘর সাজাতে মাথায় রাখুন কিছু জিনিস, মা লক্ষ্মীর আশীর্বাদে ঘটবে শ্রীবৃদ্ধি

এই প্রসঙ্গে হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, দীপাবলির রাতকে সর্ব সিদ্ধি রাত বলা হয়। এছাড়াও একইসঙ্গে এই বিষয়ে নিউমরোলজিস্ট রায়না জুনেজা বেশ কিছু বিষয় আলোচনা করেছেন। প্রতীকী ছবি
এই প্রসঙ্গে হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, দীপাবলির রাতকে সর্ব সিদ্ধি রাত বলা হয়। এছাড়াও একইসঙ্গে এই বিষয়ে নিউমরোলজিস্ট রায়না জুনেজা বেশ কিছু বিষয় আলোচনা করেছেন। প্রতীকী ছবি
ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করে ফেলুন। পুরনো সমস্ত জিনিস সরিয়ে ফেলুন। কারণ পুরনো জিনিস এবং অপরিষ্কার জায়গা নেতিবাচক শক্তি ডেকে আনে। প্রতীকী ছবি
ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করে ফেলুন। পুরনো সমস্ত জিনিস সরিয়ে ফেলুন। কারণ পুরনো জিনিস এবং অপরিষ্কার জায়গা নেতিবাচক শক্তি ডেকে আনে। প্রতীকী ছবি

ঘরের প্রবেশদ্বারে অশোক গাছের পাতা এবং আম গাছের পাতা লাগাতে পারেন। এছাড়াও শুভ লাভও লাগাতে পারেন। প্রতীকী ছবি

ঘর সাজানোর ক্ষেত্রে বাতাস, আগুন এবং মাটির উপাদান দিয়ে ঘর সাজাতে পারেন। প্রতীকী ছবি।
ঘর সাজানোর ক্ষেত্রে বাতাস, আগুন এবং মাটির উপাদান দিয়ে ঘর সাজাতে পারেন। প্রতীকী ছবি।
 সৈন্ধব লবণ দিয়ে ঘর মুছতে পারেন, ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে। এছাড়াও একটি ছোট গামলায় অল্প ফুল এবং মোমবাতি রাখতে পারেন। এবং তা ইতিবাচক শক্তি ঘরে বয়ে নিয়ে আসবে।৫ এই বিশেষ দিনে কালো এবং গাঢ় কোনও রঙ না পরাই শ্রেয়। প্রতীকী ছবি
সৈন্ধব লবণ দিয়ে ঘর মুছতে পারেন, ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে। এছাড়াও একটি ছোট গামলায় অল্প ফুল এবং মোমবাতি রাখতে পারেন। এবং তা ইতিবাচক শক্তি ঘরে বয়ে নিয়ে আসবে।

এই বিশেষ দিনে কালো এবং গাঢ় কোনও রঙ না পরাই শ্রেয়। প্রতীকী ছবি
এই বিশেষ দিনে কালো এবং গাঢ় কোনও রঙ না পরাই শ্রেয়। প্রতীকী ছবি
পুজোর সময় ১১টি কড়ি নিন। একটি লাল কাপড়ে বাঁধুন, মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন। তারপর তা যেখানে টাকা রাখেন সেই লকারে রেখে দিন। প্রতীকী ছবি।
পুজোর সময় ১১টি কড়ি নিন। একটি লাল কাপড়ে বাঁধুন, মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন। তারপর তা যেখানে টাকা রাখেন সেই লকারে রেখে দিন। প্রতীকী ছবি।
দীপাবলি শ্রীযন্ত্র এবং কুবের যন্ত্র আনার সঠিক সময়। বাড়িতে এই যন্ত্র আনলে শ্রী বৃদ্ধি ঘটবে। সংসারে আসবে সুখ-শান্তি। প্রতীকী ছবি
দীপাবলি শ্রীযন্ত্র এবং কুবের যন্ত্র আনার সঠিক সময়। বাড়িতে এই যন্ত্র আনলে শ্রী বৃদ্ধি ঘটবে। সংসারে আসবে সুখ-শান্তি। প্রতীকী ছবি

(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)