গ্বয়ালিয়র: মধ্যপ্রদেশের গ্বয়ালিয়রে এক মহিলা এবং তাঁর তিন সন্তানের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার,দুই কন্যা এবং এক পুত্র সন্তানের দেহ উদ্ধার হয় সিন্ধু নদের ধুমেশ্বর ধাম থেকে।
কিন্তু, এখনও পর্যন্ত নিখোঁজ মহিলার খোঁজ পাওয়া যায় নি। মহিলার ব্যাগ উদ্ধার হয়েছে। সেখান থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় পুলিশ এবং প্রশাসন মহিলাকে খুঁজতে তৎপর হয়েছে।
মৃতদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। মৃতরা হল, ২১ বছরের অংশু অরফে ভাবনা, বছর ১৭-এর ভূমি অরফে ভূমিকা এবং বছর ১৪-এর কিট্টু জাটব। তাঁদের মায়ের পরিচয় জানতে পেরেছে পুলিশ। মায়ের নাম মমতা জাটব।
আরও পড়ুন: মাও-অভিযানে আইইডি বিস্ফোরণ, শহিদ ২ আইটিবিপি জওয়ান জখম আরও ২ নিরাপত্তাকর্মী
পুলিশ সূত্রে খবর, মৃত দুই মেয়ের মৃতদেহ সিন্ধু নদের কাছেই উদ্ধার হয়। সেখানেই তাঁদের শেষ দেখা গিয়েছিল। অপরদিকে ওই মহিলার পুত্রের দেহ উদ্ধার হয় বেশ কয়েক কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের পাওয়াই এলাকা থেকে।
সূত্রের খবর, অংশু ডাক্তারি পরীক্ষা নিটের প্রস্তুতি নিচ্ছিল। অপরদিকে ভূমি দ্বাদশ শ্রেণীতে পড়ত এবং কিট্টু অষ্টম শ্রেণীতে পড়ত।
ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিখোঁজ মহিলার স্বামীকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। নিখোঁজ মহিলার পিতা পুলিশকে জানিয়েছেন মহিলার স্বামী রাজেন্দ্র সিং জাটব মহিলার উপর শারীরিক অত্যাচার করতেন। এছাড়াও ক্রমাগত মানসিক অত্যাচারও চলত বলে আগেও অভিযোগ জানিয়েছিলেন মমতা বলে অভিযোগ জানান ওই মহিলার পিতা।
আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় NIA,’হামলাকারীদের যোগ্য জবাব’ হুঁশিয়ারি অমিত শাহের
পুলিশ সূত্রে খবর, মহিলার ব্যাগ থেকে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেই সুইসাইড নোটে লেখা ছিল, “আমার স্বামী আমার উপর শারীরিক অত্যাচার চালায়। এই অত্যাচার আমি আর নিতে পারছি না। আমি আমার সন্তানদের সঙ্গে আত্মহত্যা করছি।”