দেশ Cyclone Dana update: পুরীর টিকিট কাটা? ধেয়ে আসছে ভয়াল ঘূর্ণিঝড় ডানা,পর্যটকদের জন্য বড় সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার Gallery October 21, 2024 Bangla Digital Desk আগামী ২৪ অক্টোবর রাতে অথবা ২৫ তারিখ ভোরে পুরীতে আছড়ে পড়তে পারে ভয়াল ঘূর্ণিঝড় ডানা৷ সেকথা মাথায় রেখেই পর্যটকদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত নিল ওড়িশা প্রশাসন৷ ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের পুরী ছেড়ে চলে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে৷ আগামী ২৫ তারিখ পর্যন্ত পর্যটকরা যাতে পুরীতে না আসেন, সেই অনুরোধও করেছে ওড়িশা প্রশাসন৷ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি সোমবার ঘূর্ণিঝড় ডানার মোকাবিলায় প্রস্তুতি বৈঠক করেন৷ সেখানেই পুরীতে পর্যটকদের নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ পুরীর হোটেল মালিকদের সংগঠনকেও এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন থেকেই উত্তাল হয়ে উঠেছে পুরীর সমুদ্র৷ পর্যটকদের সমুদ্রে নামার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর রাতে অথবা ২৫ অক্টোবর ভোরে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ওড়িশার পুরীর মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ডানা৷ ঘূ্র্ণিঝড় ডানার ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে৷ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যাতে কোনও প্রাণহানি না ঘটে, ওড়িশা প্রশাসন এখন থেকেই সেই লক্ষ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে৷