বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। আর তারই জেরে রাজ্যে রাজ্যে সতর্কতা জারি। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গিয়েছে, আঘাত হানার পর এই ঝড়টি ভয়াবহ রূপ নেবে। উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। যার গতিবেগ স্থলভাগে ১৪০ কিমি/ঘণ্টা হতে পারে বলেও আশঙ্কা। ঘরবাড়ি ও চাষের জমিতে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঘূর্ণিঝড় দানার প্রভাব সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা নয় জেলায়। ঝড় আসার আগেই তাই এই জেলাগুলির স্কুল ছুটি থাকার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ৭ জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনার কারণেই ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘‘ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যে সমস্ত জেলা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এছাড়াও পার্শ্ববর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।