বিরাট হানা ইডির

Ration Distribution Case: রেশন দুর্নীতির তদন্তে বিরাট মোড়! ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির, ৯০টি কোম্পানির হদিস

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়। বুধবার সকালে রেশন দুর্নীতি মামলায় তদন্তে ইডির ফের তৎপরতা নজরে আসে। রেশন দুর্নীতি মামলায় এবার অভিযান বাঙুর অ্যাভিনিউর এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। মহেন্দ্র আগরওয়াল নামে ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির।

ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতির টাকা ঘুরপথে ওই ব্যবসায়ীর একাধিক সংস্থায় লগ্নি হয়েছে। এখনও পর্যন্ত মহেন্দ্রর প্রায় ৯০টির বেশি কোম্পানির হদিস পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় দানা! জানেন পরের ঝড়ের নাম কী? ভারত আবার কবে ঝড়ের নাম দেবে?

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও এই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় ইডি। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন ওই ব্যবসায়ী। ইডির দাবি একাধিক দুর্নীতির টাকা ওই ব্যবসায়ীর মাধ্যমে সাদা করা হয়েছে।

আরও পড়ুন: অভিজিতের সঙ্গে কল্যাণের তুলকালাম! জেপিসি-র বৈঠকে ভাঙল কাচের বোতল, রক্তাক্ত তৃণমূল সাংসদ

বুধবার মোট ১৪ জায়গায় হানা দিয়েছে ইডি। যার মধ্যে রয়েছে রানাঘাট, গাঁইঘাটা, উলুবেড়িয়ার কিছু জায়গায় রেশন ডিস্ট্রিবিউটর ও ডিলারের বাড়িতে অভিযান চালানো হয়েছে। এই মামলা থেকে নতুন কোনও তথ্য পাওয়া যায় কি না সেটাই দেখার। প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় এর আগে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই সঙ্গে আরও গ্রেফতার করা হয় শেখ শাহজাহান-সহ একাধিক তৃণমূল নেতাকে।