ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা৷ আর সেই আশঙ্কায় রীতিমতো শুনশান হয়ে গিয়েছে ওড়িশার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত বালাসোরের বাগদা সমুদ্র সৈকত৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বালাসোরের কাছে ধামরা বন্দর সংলগ্ন এলাকাতেই ২৪ তারিখ রাতে অথবা ২৫ তারিখ ভোরে আছড়ে পড়তে পারে দানা৷ তার আগেই বাগদা, চাঁদিপুর সহ ওড়িশার জনপ্রিয় সমুদ্র সৈকতগুলি ফাঁকা করে দিয়েছে প্রশাসন৷ পর্যটকদেরও আসতে নিষেধ করে দেওয়া হয়েছে৷ ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার৷ ওড়িশার পাশাপাশি দানার তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে পশ্চিমবঙ্গের দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে৷